দীর্ঘ ছয় মাস পর চালু হয়ে ১২ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ চট্টগ্রামের সিইউএফএল
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) দীর্ঘ সাড়ে ছয় মাস পর চালু করার ১২ ঘণ্টার মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ করা হয়েছে।
রোববার (০২ নভেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে অ্যামোনিয়া প্ল্যান্টে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর আগে ভোর ৫টা ৫০ মিনিটে ইউরিয়া প্ল্যান্ট বন্ধ হয়ে যায়।
সিইউএফএল প্রধান রসায়নবিদ ও বিভাগীয় প্রধান (টেকনিক্যাল সার্ভিসেস) রূপশংকর চৌধুরী দ্য বিজেনস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ভোর ৩টা ৩৫ মিনিটে ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করা হয়েছিল। যান্ত্রিক সমস্যার কারণে ভোর ৫টা ৫০ মিনিটে ইউরিয়া প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। এরপর দুপুর পৌনে ৩টার দিকে একই কারণে অ্যামেনিয়া প্ল্যান্ট বন্ধ হয়ে যায়।'
বর্তমানে মেরামতের কাজ চলছে বলেও জানান তিনি।
সিইউএফএল কর্তৃপক্ষের তথ্যমতে, গত ১১ এপ্রিল থেকে কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিল কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেডিসিএল)। এজন্য কারখানায় উৎপাদন বন্ধ ছিল। গত শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সিইউএফএলের ইউরিয়া উৎপাদন শুরু করা হয়। উৎপাদন পুনরায় শুরুর পর প্রথম পর্যায়ে গ্যাস সরবরাহ স্থিতিশীল ছিল। তবে যান্ত্রিক সমস্যার কারণে পরে তা বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত সিইউএফএল দেশে ইউরিয়া সারের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র। তবে, গ্যাস সংকট ও যান্ত্রিক জটিলতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার কারখানাটি উৎপাদন বন্ধ হয়ে যায়৷
