শান্তি পরিকল্পনায় হামাসের সম্মতির পরও হামলা বন্ধ হচ্ছে না কেন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানানোর পরও তা উপেক্ষা করে গাজায় বিমান স্থল হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর চালানো এই নতুন হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।