প্রধানমন্ত্রী হলে যেসব চ্যালেঞ্জের মুখে পড়বেন তাকাইচি
২০২১ ও ২০২৪, দুই দফা ব্যর্থতার পর তৃতীয় প্রচেষ্টায় আলোর মুখ দেখেছেন সানায়ে তাকাইচি। জাপানের ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি-র সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিনজিরো কোইজুমিকে ২৯ ভোটে পরাজিত করে ইতিহাস গড়ার পথে এখন তাকাইচি। সব ঠিক থাকলে ১৮৫ ভোট পাওয়া ৬৪ বছর বয়সী তাকাইচিই হতে চলেছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। জাপানের ইতিহাস পাল্টে দেওয়া কে এই তাকাইচি? প্রধানমন্ত্রী হয়ে কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে?