কেন হঠাৎ গান ছাড়ার ঘোষণা দিলেন তাহসান?
জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। গানের পাশাপাশি অভিনয় করেও দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে এখন তার মনোযোগ গানে। কারণ গত বছর তাহসান জানিয়েছেন, অভিনয় কমিয়ে দেবেন তিনি। নিয়মিত থাকবেন গানে। এবার সেই গান থেকেও অবসরে যাওয়ার ইঙ্গিত দিলেন এই সংগীতশিল্পী। ২১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় আয়োজিত একটি কনসার্টের মঞ্চ থেকেই এমন ঘোষণা।