পূবালী ব্যাংকে রক্ষিত শেখ হাসিনার লকার জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংকে রক্ষিত একটি লকার জব্দ করেছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ-এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।
সিআইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় রক্ষিত ওই লকারের নাম্বার ১২৮। বুধবার ওই লকার জব্দ করা হয়।'
ওই লকারে কী আছে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে খোঁজ করা হবে বলে জানিয়েছেন তিনি।
একই ব্রাঞ্চে শেখ হাসিনা ও শেখ রেহানার যৌথ নামে সেভিংস অ্যাকাউন্ট-এর (সঞ্চয়ী হিসাব) সন্ধান পাওয়া গেছে। সেখানে ৪৪ লাখ টাকা আছে। এছাড়া, শেখ হাসিনার একক নামে এফডিআর আছে, যেখানে ১২ লাখ টাকা রয়েছে।
সিআইসির ওই কর্মকর্তা আরো বলেন, 'আমরা অন্যান্য ব্যাংকেও খোঁজ করছি। এটি তো কেবল একটিমাত্র ব্যাংকের পাওয়া তথ্য।'