ডাকসু নির্বাচন: ভোট গণনার সময় কেন্দ্রে ভিপি প্রার্থী সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনার সময় ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী সাদিক কায়েমকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব সেন্টার কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।
আজ মঙ্গলবার বিকেল সোয় ৫টার দিকে তিনি কেন্দ্রটিতে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্যানেলের সদস্য প্রার্থী রায়হান উদ্দীন।
এ বিষয়ে সাদিক কায়েমকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
তবে রায়হান উদ্দীন দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, যেখানে এলইডিতে ভোট গণনার দৃশ্য দেখানো হয়, আমরা সেই পর্যন্ত গিয়েছিলাম। আমরা জানতাম না ভেতরে যাওয়া নিষেধ। আমরা জিজ্ঞেস করেছি ভেতরে যাওয়া যাবে কি না। তখন একজন স্টাফ আমাদের ভেতরে নিয়ে যান। সেখানে আমরা গেলে আমাদের সাথে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভিপি পদপ্রার্থী রাফিয়া রেহনুমা হৃদি ও বঙ্গমাতা হলের ভিপিপ্রার্থী নাবিলাও প্রবেশ করেন।
তিনি বলেন, আমরা প্রবেশ করার পরপরই দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা আমাদের জানান, এখানে অবস্থান করা নিষেধ। তখন আমরা বের হয়ে যাই।