নির্বাচনী হলফনামা: নুরের চেয়ে তার স্ত্রীর জমি তিনগুণ বেশি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের প্রার্থী নূরুল হক নূর জানিয়েছেন, তার স্ত্রী মারিয়া আক্তারের নামে তার নিজের তুলনায় প্রায় তিনগুণ বেশি কৃষিজমি রয়েছে।
হলফনামার তথ্য অনুযায়ী, নূরের নিজের নামে রয়েছে ৮২ শতাংশ জমি, যার মূল্য ধরা হয়েছে প্রায় ৬১ হাজার টাকা। অপরদিকে, তার স্ত্রী মারিয়া আক্তারের নামে রয়েছে ৩ একর কৃষিজমি, যার আর্থিকমূল্য ১০ লাখ টাকা।
হলফনামায় নিজেকে ব্যবসায়ী দেখানো নুরুল হক নুরের মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তার স্ত্রী মারিয়া আক্তারের নামে রয়েছে ১২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকার সম্পদ; যার পেশা হিসেবে শিক্ষকতা উল্লেখ করা হয়েছে।
নুরুল হক নুরের বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা। এই আয়ের প্রধান উৎস ব্যবসা, যেখান থেকে বছরে আয় ১৫ লাখ ৮৫ হাজার ৪২৬ টাকা। এছাড়া অন্যান্য উৎস থেকে তার আয় হয় ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা। বর্তমানে তার হাতে নগদ অর্থের পরিমাণ ২৮ লাখ টাকারও বেশি। এর বাইরে ব্যাংক আমানত, শেয়ার ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের তথ্যও হলফনামায় উল্লেখ করেছেন তিনি।
ভূমি সম্পদের হিসেবে দেখা যায়, নুরের নামে ৮২ শতাংশ কৃষিজমি এবং তার স্ত্রীর নামে ৩ একর কৃষিজমি রয়েছে। নুরের ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা দেনা থাকলেও কোনো ব্যাংক ঋণ নেই বলে হলফনামায় জানানো হয়েছে।
আইনি বিষয় উল্লেখ করতে গিয়ে নুর জানিয়েছেন, বর্তমানে তার বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। তবে ইতিপূর্বে আটটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। নুর ও তার স্ত্রী উভয়েই নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করে থাকেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) সংসদীয় আসন থেকে 'ট্রাক' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন নুরুল হক নুর।
