নির্বাচনী হলফনামা: মামুনুল হকের বার্ষিক আয় ১৩ লাখ, মোট সম্পদ ১ কোটি ৬৭ লাখ টাকা
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার হাতে নগদ ৮৩ লাখ ২ হাজার ৮৩৭ টাকা থাকলেও ব্যাংকে কোনো ঋণ নেই।
বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তার হলফনামা থেকে এই সম্পদের তথ্য জানা যায়।
হলফনামার বিবরণ অনুযায়ী, মাওলানা মামুনুল হক পেশায় একজন শিক্ষক। ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে তিনি তার মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৬৭ লাখ ৯১ হাজার ৩১৫ টাকা।
তার বার্ষিক আয়ের তথ্যে দেখা যায়, বছরে তিনি মোট ১৩ লাখ ১৫ হাজার ৩৩৪ টাকা আয় করেন। এর মধ্যে শিক্ষকতা ও পরামর্শক খাত থেকে তার আয় ৬ লাখ ৫৬ হাজার ৮৯০ টাকা। বাকি টাকা তিনি ব্যবসা থেকে আয় করেন।
হলফনামা অনুযায়ী, তার নামে ৮১ লাখ ৮৮ হাজার ৫৫৮ টাকা মূল্যের (অর্জিত মূল্য) অকৃষি জমি রয়েছে। এছাড়া তার নিজের বা পরিবারের সদস্যদের নামে কোনো ব্যাংক ঋণ নেই।
হলফনামায় অনুযায়ী, মামুনুল হকের বিরুদ্ধে বর্তমানে তিনটি ফৌজদারি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি মামলা উচ্চ আদালত কর্তৃক স্থগিত রয়েছে এবং বাকি দুটি মামলা বর্তমানে বিচার ও তদন্তাধীন পর্যায়ে রয়েছে।
