নির্বাচনী আচরণবিধি 'রক্ষায়' ছাত্রদের নিয়োগসহ সিইসিকে এবি পার্টির ৯ দফা প্রস্তাব
আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মানা ও 'রক্ষায়' ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বুধবার (২০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করে দলটি ৯ দফা প্রস্তাবনা তুলে ধরে। বৈঠকে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ সিনিয়র নেতারা অংশ নেন। বৈঠক শেষে দলের চেয়ারম্যান সাংবাদিকদের কাছে প্রস্তাবগুলো তুলে ধরেন।
মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের বলেন, 'দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নির্বাচনে পিআর পদ্ধতি অনুসরণ করা না গেলে উচ্চকক্ষের ব্যবস্থা না রাখা এবং সেক্ষেত্রে নিম্নকক্ষে ন্যূনতম ১০০ আসনে পিআর ব্যবস্থা প্রণয়ন করা, প্রবাসে বসবাসরত বাংলাদেশীদেরকে প্রবাসে থেকে ভোটাধিকার প্রদানের অধিকার নিশ্চিত ও দ্বৈত নাগরিকদের জাতীয় ও স্থানীয় সকল নির্বাচনে প্রার্থী হবার অধিকার নিশ্চিত করার দাবি আমরা জানিয়েছি।'
'আশা করি প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে', এক প্রশ্নের জবাবে বলেন তিনি।
দলটির পক্ষ থেকে ভোটকেন্দ্রগুলোকে প্রার্থীদের প্রভাবমুক্ত রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কিছু প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে— ভোটকেন্দ্রের বর্তমান সংখ্যা হ্রাস করে বড় মাঠসহ শিক্ষা প্রতিষ্ঠান, স্টেডিয়াম বা খেলার মাঠের মতো স্থানে কেন্দ্র স্থাপন করা, একটি মডেল নির্বাচনী ক্যাম্পেইন গাইডলাইন প্রণয়ন এবং নির্বাচন কমিশনের আয়োজনে প্রার্থীদের মধ্যে সরাসরি বিতর্কের [পাবলিক ডিবেট] ব্যবস্থা রাখা।
এছাড়াও, নির্বাচন কমিশনকে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানোর জন্যও দলটি দাবি জানিয়েছে।