রাকসু নির্বাচন: আন্দোলনের জেরে স্থগিত মনোনয়পত্র বিতরণ কার্যক্রম শুরু ২৪ আগস্ট

শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের জেরে স্থগিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম আগামী রোববার (২৪ আগস্ট) থেকে আবারও শুরু হবে। রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'আগামী ২৪, ২৫ ও ২৬ আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা হবে।'
ড. আমজাদ আরও বলেন, 'সভায় মনোনয়নপত্র দাখিলের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৭ ও ২৮ আগস্ট। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ৩ সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। এরপর আগামী ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ স্থগিত
গত মাসের ২৮ তারিখে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বুধবার মনোনয়নপত্র বিতরণের তারিখ ছিল। তবে গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুকে পেজে অনিবার্য কারণে রাকসু, ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ স্থগিতের কথা জানানো হয়।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আর হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমের ফি ৪০০ টাকা। ইতোমধ্যে গতাকাল মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ছাত্র ১৫ হাজার ১৫১ জন ও ছাত্রী ৯ হাজার ৭৪১ জন মিলিয়ে মোট ভোটার ২৪ হাজার ৮৯২ জন।