শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে স্থগিত করা হয়েছে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন -২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম।
দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন জানান, গত কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে তাদের দাবি আদায়ে আন্দোলন করছেন।
গতকালও তারা প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে তারা আন্দোলন করেছেন। রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়েও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। এতে মনোনয়নপত্র তৈরি করতে সমস্যা তৈরি হয়েছে। সম্পূর্ণ মনোনয়নপত্র তৈরি করা সম্ভব হয়নি। এছাড়া মনোনয়নপত্র তৈরি করে ১৭টি হলে পাঠানোও সম্ভব হয়নি।
নির্বাচনের কার্যক্রম আন্দোলনের বাইরে কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, নির্বাচন তো অবশ্যই আন্দোলনের বাইরে। তবে প্রশাসনিক কার্যক্রম যখন বন্ধ থাকে তখন তার প্রভাব সব জায়গায় পড়ে। এখানেও তার প্রভাব পড়েছে।
কোনে একটি বড় ছাত্রসংগঠনের মনোনয়নপত্র বিতরণ বন্ধ ঘোষণার পিছনে কোনো প্রভাব আছে কিনা এ বিষয়ে তিনি বলেন, কোনো প্রভাব নেই। ডাকসুতেও তারা প্যানেল ঘোষণা করেছে। রাকসুতেও কোনো প্রভাব নেই। এখানেও তারা নির্বাচনে অংশ নিবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, দ্রুত নির্বাচন কমিশনের সব সদস্যদের নিয়ে বসে মনোনয়নপত্র বিতরণের তারিখ ঘোষণা করা হবে।।আগামী ১৫ সেপ্টেম্বর ঘোষিত তফসীল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।