দুদকের পক্ষে সুপ্রিম কোর্টে মামলা লড়বেন ড. শাহদীন মালিক

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনজীবী ড. শাহদীন মালিককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে। কমিশনের পক্ষে কেস টু কেস ভিত্তিতে মামলা পরিচালনার জন্য অস্থায়ীভাবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুদকের প্রসিকিউশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইকবাল বাহার স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহদীন মালিককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারাধীন দুর্নীতি দমন কমিশনের মামলাসমূহ পরিচালনার জন্য 'দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪'-এর ৩৩ (৩) ধারার বিধান অনুযায়ী কমিশন অস্থায়ী ভিত্তিতে তাকে বিজ্ঞ আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।