মেহেরপুরের মুজিবনর সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১ আগস্ট) মুজিবনগর উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১৪৫ এলাকায় ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের হস্তান্তর করে।
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন- বিজিবি মুজিবনগর কোম্পানি সদরের সদস্যরা তাদেরকে গ্রহণ করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। এসময় বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার তাপস কুমার ঘোষ এবং বিএসএফ হৃদয়পুর ক্যাম্পের ইন্সেপেক্টর ধর্মেন্দর পাণ্ডে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।
বিজিবি জানায়, ১৭ জনের নাম পরিচয় ও ঠিকানা নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিবারের সদস্যদের কাছে সোপর্দ করা হবে। তাদের গ্রামের বাড়ি খুলনা, বাগেরহাট, যশোর ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায়।
জানা গেছে, এই ১৭ জন বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে যায়। তাদেরকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর জন্য বিএসএফর কাছে পাঠায়। মুজিবনগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়।
এদিকে, ১৭ জনকে পরিবারের কাছে হস্তান্তরের জন্য মুজিবনগর থানায় পাঠিয়েছে বিজিবি।
এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, 'তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। অভিভাবকরা থানায় আসলে তাদের হাতে তুলে দেওয়া হবে।'