বিচারপতি খায়রুল হককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত: ফখরুল

দেশের রাজনৈতিক সংকট তৈরিতে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক শতভাগ দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২৪ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। তার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়।
ফখরুল বলেন, বিচারপতি খায়রুল হককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে রাষ্ট্রের ক্ষতি করতে হতে না পারে। তার রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার বাতিলকে পার্মানেন্ট করা হয়েছে। যেটা বাংলাদেশের পরবর্তীকালের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
খাইরুল হকের গ্রেপ্তারের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, তিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন৷ তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তার দেয়া রায় রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। বিলম্ব হলেও তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ।'
মির্জা ফখরুল বলেন, শিশু একাডেমির ভবনটি ভেঙে ফেলার জন্য কথাবার্তা চলছে বা এ ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জেনেছি। আমরা এর বিরোধিতা করি। বিরোধিতা করি কারণেই যে এটি শিশুদের একটি প্রতিষ্ঠান। যেটা দিয়ে শিশুদের বেড়ে ওঠা, তাদের মানসিকতা তৈরি করা, তার এক্সট্রা কারিকুলাম আক্টিভিটি তৈরি করা হয়। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা উদ্যোগ। তিনি এই শিশু একাডেমী নির্মাণ করেছিলেন এবং এটা সারা বাংলাদেশেই এর শাখা আছে।'