অতীতের বস্তাপচা ধারায় নতুন কোনো নির্বাচন চাই না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, 'আমরা অতীতের মতো বস্তাপচা নির্বাচন চাই না, এমন নির্বাচন মেনেও নেব না। নির্বাচন হতে হবে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডে। কালো টাকার প্রভাব ও মাস্তানতন্ত্র বন্ধ করতে হবে।'
আজ বুধবার বিকেলে সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত জনশক্তি ও সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির আরও বলেন, 'দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হতে হবে। আমরা আশা করি, আগামী বছরের প্রথমদিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, কোনো প্রি-ম্যাচিউর্ড ডেলিভারি নয়। আমরা চাই শক্তিশালী গণতন্ত্র। স্থানীয় সরকার নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাও আমাদের অন্যতম দাবি।'
বিগত সরকারের আমলে পাচার হওয়া টাকার প্রসঙ্গ উল্লেখ করে ডা. শফিকুর বলেন, 'বিগত ১৫ বছরে ২৬ লাখ ৫৮ হাজার কোটি টাকা পাচার হয়েছে, যা দেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ। এই অর্থ দেশে থাকলে দেশ অনেক দূর এগিয়ে যেত। বিদেশিরাও বলছে, শুধু দুর্নীতি কমলেই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। দুর্নীতি মানেই শুধু ঘুষ বা চাঁদা নয়, এর বাইরে রয়েছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি, যা আরও ভয়াবহ।'
তিনি বলেন, 'যারা ক্ষমতায় ছিল, তারা ধরাকে সরা জ্ঞান করেছে। তাই তাদের দলবল নিয়ে পালাতে হয়েছে। জামায়াতের কোনো দায়িত্বশীল নেতা দেশ থেকে পালাননি। আমরা এ দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি।'
জামায়াত আমির বলেন, ''আমাদের কারও বিদেশে কোনো 'বেগমপাড়া' নেই। কিন্তু যারা বছরের পর বছর ক্ষমতায় ছিল, তাদের সম্পদের হিসাব নেই। অথচ ৫ আগস্টের পর আমরা দেখেছি নিবন্ধন বাতিল, প্রতীক কেড়ে নেওয়া, খুন-গুম, নিষিদ্ধ ঘোষণা। এসবের মধ্যেও আমরা জাতিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি।"
তিনি বলেন, 'আমরা শুধু কথায় বিশ্বাস করি না, কাজের মাধ্যমেই প্রমাণ দিই। জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। মাসের প্রথম তারিখে তাদের নিয়মিত সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। নারায়ণগঞ্জের শহীদ সুমাইয়ার মেয়ে সুবাইতার দায়িত্ব আমরা নিয়েছি।'