মার্কিন হামলায় ইরানের তিন পারমাণবিক স্থাপনার মধ্যে মাত্র একটি ধ্বংস হয়েছে: এনবিসি

এনবিসি নিউজ বৃহস্পতিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এক নতুন মূল্যায়নে দেখা গেছে, গত জুন মাসে চালানো মার্কিন হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার মধ্যে কেবল একটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।
বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় চালানো হামলা সেখানে সমৃদ্ধকরণ সক্ষমতা অন্তত দুই বছরের জন্য পিছিয়ে দিয়েছে। এ বিষয়ে এনবিসি দুইজন বর্তমান কর্মকর্তার উদ্ধৃতি দিয়েছে।
তবে যুক্তরাষ্ট্র যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল, তার মধ্যে বাকি দুইটি ততটা ক্ষতিগ্রস্ত হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এসব স্থাপনা এমন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে যে, ইরান চাইলে আগামী কয়েক মাসের মধ্যেই সেখানে আবার পারমাণবিক সমৃদ্ধকরণ শুরু করতে পারে।
রয়টার্স তাৎক্ষণিকভাবে এনবিসির এ প্রতিবেদন যাচাই করতে পারেনি।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি রয়টার্সকে পাঠানো এক ই-মেইলে বলেন, ''প্রেসিডেন্ট যেমনটি বলেছেন এবং বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন যে 'অপারেশন মিডনাইট হ্যামার' ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করেছে।''
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল এনবিসিকে বলেন, 'প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন এবং আমেরিকান জনগণ তা বুঝেছে—ফোরদো, ইসফাহান ও নাতাঞ্জে অবস্থিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এতে কোনো সন্দেহ নেই।'
গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়।
যুক্তরাষ্ট্রের দাবি, এগুলো ছিল পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে পরিচালিত একটি কর্মসূচির অংশ।
তবে তেহরান বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।
জুন মাসে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছিল, হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো কেবল কয়েক মাস পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এ মূল্যায়নের ভিত্তি দুর্বল এবং নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হামলায় ফোরদো পারমাণবিক স্থাপনা মারাত্মক ক্ষতি হয়েছে।