যুক্তরাষ্ট্রের শুল্ক এখনও চূড়ান্ত নয়, 'ওয়ান-টু-ওয়ান' আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে: অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, 'ওয়ান-টু-ওয়ান' [একক] আলোচনার মাধ্যমেই এই বিষয়ে সিদ্ধান্ত হবে। এ লক্ষ্যে আগামীকাল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের (ইউএসটিআর) সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দল বৈঠক করবে।
মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৩৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ওখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আগে থেকেই আছেন, তিনি তিন দিন আগে গেছেন। আজই আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দল যাচ্ছে। ৮ তারিখে বৈঠক নির্ধারিত আছে। তাদের সময় অনুযায়ী সেই বৈঠক হবে আগামীকাল ভোরে। ওই বৈঠকের পরই বোঝা যাবে কী হতে পারে। কারণ, এখনো যেটা বলা হচ্ছে, সেটা পুরোপুরি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়।
শুল্ক আরোপের বিষয়ে প্রেসিডেন্টের পক্ষ থেকে চিঠি ইতোমধ্যে ইস্যু হয়ে গেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রেসিডেন্ট চিঠি দিয়েছেন। তবে এটি একক আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। যদি চূড়ান্ত হতো, তাহলে ৩৫ শতাংশ শুল্কের চিঠি আগেই পাঠানো হতো। এটি আবার ১৪টি দেশের জন্য একসাথে বলা হয়েছে। কিন্তু আমাদের সঙ্গে আলাদা আলোচনা হবে, সেজন্যই ইউএসটিআরের সঙ্গে বৈঠক। এখনো চূড়ান্ত কিছু নয়।
ভিয়েতনাম ২৬ শতাংশ শুল্ক কমাতে পারলেও বাংলাদেশ কেন মাত্র ২ শতাংশ ছাড় পেল—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, এটা ঠিক যে আমাদের বাণিজ্য ঘাটতি মাত্র পাঁচ বিলিয়ন ডলার। অথচ ভিয়েতনামের ঘাটতি ১২৫ বিলিয়ন ডলার। সেখান থেকে তারা ছাড় দিয়েছে। কিন্তু আমাদের মতো দেশের এত কম ঘাটতি, সেখানে এত উচ্চ শুল্ক আরোপের যৌক্তিকতা নেই। আমরা সেজন্যই যুক্তি তুলে ধরছি। আলোচনাও মোটামুটি ইতিবাচক। মনে হয় ৬ তারিখে একটি বৈঠক হয়েছে, সেটিও ভালোই ছিল।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র কিছু দেশকে একযোগে শুল্কের আওতায় এনেছে। চীনের ক্ষেত্রে তারা আলাদাভাবে আলোচনা করছে। চীনের জন্য ভিন্ন ব্যবস্থা। কিন্তু আমাদের মতো আরও ১৩টি দেশকে একই তালিকায় রাখা হয়েছে। এখন আমরা আলাদা করে আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে চাই।
চিঠিতে যেসব শর্ত উল্লেখ করা হয়েছে, সেগুলো পূরণ করা সম্ভব কি না—জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, 'এখনই এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।'