অফশোর ব্যাংকের বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকায় ঋণ নেওয়ার সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকগুলো এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) রাখা বৈদেশিক মুদ্রা তহবিল জামানত হিসেবে ব্যবহার করে— দেশে কার্যরত কোম্পানি ও ব্যক্তিপর্যায়ে টাকায় ঋণ দিতে পারবে।
আজ (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও তাদের অফশোর ব্যাংকিং ইউনিটে রাখা বৈদেশিক মুদ্রার আমানতকে- জামানত হিসেবে ব্যবহার করে টাকায় ঋণ নিতে পারবেন।
অর্থায়ন কার্যক্রমকে সহায়তা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ওবিইউগুলো অনিবাসী হিসাবধারীদের বৈদেশিক মুদ্রার আমানত স্থানীয় ব্যাংকিং ইউনিটগুলোর মাধ্যমে দেশীয় ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানিকে ঋণ প্রদানের জামানত হিসেবে ব্যবহার করতে পারবে।
তবে ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে, ঋণগ্রহীতা ও হিসাবধারীর মধ্যে যৌক্তিক সম্পর্ক রয়েছে। উদাহরণস্বরূপ, প্রবাসী বাংলাদেশি ও তাঁদের স্থানীয় সুবিধাভোগী, বিদেশি শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট বিদেশি মালিকানাধীন কোম্পানি ইত্যাদি।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত দেশের বৈদেশিক মুদ্রার আমানতকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করবে এবং ঋণের জন্য বিকল্প জামানত সুবিধা প্রদান করবে।