ট্রাম্পের হুঁশিয়ারি: মেয়র হলে ‘ভালো ব্যবহার’ করতে হবে মামদানিকে, নইলে তহবিল বন্ধ!

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে এগিয়ে থাকা জোহরান মামদানি সম্পর্কে তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচিত হলে মামদানিকে 'ভালো ব্যবহার' করতে হবে, না হলে নিউ ইয়র্ক সিটির জন্য কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়া হবে।
ট্রাম্প বলেন, 'আমি কল্পনাও করতে পারি না। তবে যদি সে জিতে যায়, আমি প্রেসিডেন্ট থাকবো এবং তাকে সঠিক কাজ করতেই হবে। না হলে তারা এক টাকাও পাবে না। নিউ ইয়র্কের মেয়র যে-ই হোক না কেন, তাকে শালীনভাবে আচরণ করতেই হবে, নইলে আর্থিকভাবে কঠোর অবস্থান নেবে ফেডারেল সরকার।'
এর আগে একাধিকবার মামদানিকে 'কমিউনিস্ট' বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। রোববারের সাক্ষাৎকারেও তিনি একই দাবি পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে, এনবিসি নিউজের 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে মামদানি ট্রাম্পের এই মন্তব্যকে হালকা করে দেখেছেন। তিনি বলেন, 'আমি দেখতে কেমন, আমার উচ্চারণ কেমন, আমি কোথা থেকে এসেছি—এসব নিয়ে প্রেসিডেন্ট মন্তব্য করে যাচ্ছেন। এতে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। কারণ, আমি কী নিয়ে লড়ছি, তা থেকে দৃষ্টি সরাতেই তিনি এসব করছেন।'
নিজেকে 'ডেমোক্রেটিক সোশালিস্ট' হিসেবে উল্লেখ করে মামদানি বলেন, 'আমি সেই শ্রমজীবী মানুষের জন্য লড়ছি, যাদের স্বার্থে ট্রাম্প প্রচার চালিয়েছিলেন কিন্তু পরে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।'
তিনি আরও বলেন, 'আমি ড. কিংয়ের কথায় অনুপ্রাণিত, যিনি বলেছিলেন, 'এটা গণতন্ত্র বলুন কিংবা গণতান্ত্রিক সমাজতন্ত্র, এই দেশে ঈশ্বরের সব সন্তানদের জন্য আরও ন্যায়সঙ্গত সম্পদ বণ্টন নিশ্চিত করতে হবে।'
মামদানি বলেন, 'দেশজুড়ে আয় বৈষম্য কিছুটা কমলেও নিউ ইয়র্ক সিটিতে তা বেড়েছে। আমাদের এমন একটি শহর দরকার যেখানে সবাই বিকশিত হতে পারে।'
অতিরিক্ত ধনসম্পদ নিয়ে প্রশ্ন করা হলে মামদানি বলেন, 'আমার মতে, আমাদের দেশে বিলিয়নিয়ার থাকা উচিত নয়। কারণ এটি অসমতার সময়ে অতিরিক্ত অর্থের প্রতিনিধিত্ব করে।'
তবে তিনি আরও বলেন, 'আমি এমন একটি শহর গড়ে তুলতে চাই যেখানে সমতা থাকবে। এই লক্ষ্য পূরণে আমি বিলিয়নিয়ারসহ সবার সঙ্গে কাজ করতে আগ্রহী।'