একক অর্থবছরে রেকর্ড, ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ৩০ বিলিয়ন ডলার

চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩০.০৪ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৫.৫০ শতাংশ বেশি। একক অর্থবছর হিসাবে-ও এটাই বাংলাদেশের ইতিহাসে প্রবাসী আয়ের রেকর্ড। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আগের ২০২৩-২৪ অর্থবছরের ২৮ জুন পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার।
এর আগে একক অর্থবছর হিসেবে সর্বোচ্চ পরিমাণে রেমিট্যান্সে রেকর্ড হয় ২০২০-২১ অর্থবছরে। সেই সময়ে কোভিডের কারণে হুন্ডির চ্যানেলগুলো বন্ধ থাকায় প্রবাসীরা ২৪.৭৭ বিলিয়ন ডলার আনুষ্ঠানিক চ্যানেলে বা ব্যাংকের মাধ্যমে পাঠান।
এদিকে চলতি জুন মাসের ২৮ তারিখ পর্যন্ত প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২.৫৩ বিলিয়ন ডলার; যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ২.৩৭ বিলিয়ন ডলার।
ব্যাংকাররা বলেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের দাম ভালো পাওয়ায় এবং একইসঙ্গে সরকারের কড়া মনিটরিংয়ের ফলে, হুন্ডি চ্যানেল অনেকটা বন্ধ থাকায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ব্যাপক পরিমাণে রেমিট্যান্স পাঠাচ্ছেন।
তারা আরও বলেন, 'আওয়ামী লীগ সরকারের পতনের পর টাকা পাচারকারীরা অধিকাংশই বিদেশে। যার কারণে হুন্ডির প্রভাব বন্ধ রয়েছে। যেকারণে এখন প্রতি মাসেই প্রায় আড়াই বিলিয়নের বেশি রেমিট্যান্স আসছে।"