বাংলাদেশে ক্যামেরাবন্দি অতিবিপন্ন চিতাবাঘ: এটি "অত্যন্ত বিরল ও নিভৃতচারী প্রজাতি" বলছেন বিশেষজ্ঞরা

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে সম্প্রতি গোপন ক্যামেরায় তোলা একটি চিতাবাঘের ছবি পরিবেশবাদীদের মধ্যে আশার সঞ্চার করেছে।
বাংলাদেশের একটি অলাভজনক সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স ঝোপঝাড়ের ভেতর থেকে বেরিয়ে আসা চিতাবাঘটির ছবি প্রকাশ করেছে। তারা বলছে, এটি প্রমাণ করে যে এই লুকিয়ে থাকা বড় বিড়াল প্রজাতিটি এখনও এই পাহাড়ি বনাঞ্চলে টিকে আছে।
এই সংস্থার গবেষণা কর্মকর্তা সোরভ চাকমা বৃহস্পতিবার এএফপিকে বলেন, 'প্রজাতিটি যাতে বিলুপ্ত না হয়ে যায়, সে জন্য আমাদের অবশ্যই এর সুরক্ষা নিশ্চিত করতে হবে।'
সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক প্রকৃতি ও প্রকৃতি সংরক্ষণ সংঘের (আইইউসিএন) মতে, বৈশ্বিকভাবে চিতাবাঘ প্রজাতিটি 'ঝুঁকিপূর্ণ' তালিকাভুক্ত। তবে জনবহুল দক্ষিণ এশীয় দেশ বাংলাদেশে — যেখানে জনসংখ্যা ১৭ কোটির বেশি — এই প্রজাতিটি 'চরম বিপন্ন' অবস্থায় রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞানী মনিরুল খান বলেন, এর আগে এই লুকিয়ে থাকা প্রাণীটির উপস্থিতির প্রমাণ মূলত পায়ের ছাপ ও বনভূমিতে ক্ষণিকের দর্শনের ওপর নির্ভর ছিল।
তিনি বলেন, 'এটি একটি অত্যন্ত দুর্লভ ও গোপনে থাকতে পছন্দে করে। সম্প্রতি এর দেখা পাওয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পার্বত্য চট্টগ্রামের অবশিষ্ট প্রাকৃতিক বনকে বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে।'
এক সময় বনাঞ্চলে চিতাবাঘ ব্যাপকভাবে দেখা যেত। তবে আবাসস্থল ধ্বংস, শিকার সংকট এবং চোরাশিকার — এই তিনটি বিষয়কে চিতাবাঘ বিলুপ্তির প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগারেরও আবাস রয়েছে, যদিও বর্তমানে তারা কেবল ভারতের সীমান্তবর্তী বিশাল সুন্দরবন ম্যানগ্রোভ বনে দেখা যায়। বাংলাদেশের অংশে ২০২৪ সালের অক্টোবর মাসে প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী, বর্তমানে সুন্দরবনে ১২৫টি বাঘ রয়েছে, যা ২০১৯ সালের ১১৪টির তুলনায় বৃদ্ধি পেয়েছে।
গত কয়েক মাসে আরও কিছু দুর্লভ ও বিপন্ন প্রাণীর ছবি ক্যামেরাবন্দি হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মে মাসে আফ্রিকায় বন্যপ্রাণী গবেষকরা প্রথমবারের মতো বিরল ও তুলনামূলকভাবে অপরিচিত এক ধরনের হরিণ 'উপেম্বা লেচুই'-এর ছবি তুলতে সক্ষম হন — যা বিশ্বে প্রথমবারের মতো ঘটেছে।
এর আগে জানুয়ারি মাসে, থাইল্যান্ডের একটি জাতীয় উদ্যানে প্রথমবারের মতো তিনটি বিপন্ন বেঙ্গল টাইগার শাবকের উপস্থিতি ক্যামেরায় ধরা পড়ে।
গত শীতে, ক্যালিফোর্নিয়ার একটি জাতীয় উদ্যানে এক ফটোগ্রাফার একটি সিয়েরা নেভাদা লাল শিয়াল-এর ভিডিও ধারণ করেন। এটি একটি চরম বিপন্ন প্রজাতি, যা ইয়োসেমাইট কনজারভেন্সির মতে 'বিলুপ্তির দ্বারপ্রান্তে রয়েছে' বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া ২০২৪ সালেই, একটি বিপন্ন জাগুয়ার আরিজোনায় ক্যামেরায় ধরা পড়ে — যা ওই অঞ্চলের জীববৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা।