৩০ কারখানা পাচ্ছে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’

২০২৫ সালের 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড'-এর জন্য ১৬টি শিল্পখাত থেকে ৩০টি কারখানা নির্বাচিত হয়েছে। পরিবেশবান্ধব কার্যপদ্ধতি, জ্বালানি দক্ষতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্মপরিবেশে উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হচ্ছে।
এ বছর গার্মেন্টস, টেক্সটাইল, চামড়া, ওষুধ, খাদ্য প্রক্রিয়াকরণ, স্টিল, শিপ-ব্রেকিং, শিপ-বিল্ডিংসহ বিভিন্ন খাতের কোম্পানিগুলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এই তালিকা বাংলাদেশের শিল্প খাতের বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি পরিবেশগত দায়িত্ব পালনের গুরুত্বকেও স্পষ্ট করেছে।
গার্মেন্টস খাত থেকে ঢাকা টেক্সটাইল লিমিটেড, ইকোটেক্স লিমিটেড, ফকির ফ্যাশন লিমিটেড, তারা সিমা অ্যাপারেলস লিমিটেড, আউকো টেক্স লিমিটেড এবং স্কয়ার ফ্যাশনস লিমিটেড- কে পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ার জন্য স্বীকৃতি দেওয়া হবে।
টেক্সটাইল খাতে আকিজ টেক্সটাইল, পায়োনিয়ার ডেনিম, কেডিএস টেক্সটাইল মিলস এবং ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং মনোনীত হয়েছে টেকসই উৎপাদনের জন্য।
ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স খাত থেকে ট্রান্সকম ইলেকট্রনিক্স, ফেয়ার ইলেকট্রনিক্স এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ নির্বাচিত হয়েছে।
খাদ্য ও পানীয় খাতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এবং হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড মনোনীত হয়েছে পরিবেশ সচেতন উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য।
চা শিল্প খাতে জেরিন টি গার্ডেন ও মির্জাপুর টি গার্ডেন মনোনীত হয়েছে। গাড়ি উৎপাদন খাত থেকে প্রগতি ইন্ডাস্ট্রিজ এবং অ্যাক্সেসরিজ ও ব্যাকওয়ার্ড লিংকেজ খাত থেকে অ্যাডজি ট্রিমস এবং চামড়া শিল্প খাত থেকে সুভিনিয়ার্স ফুটওয়্যার স্বীকৃতি পাচ্ছে টেকসই কার্যক্রমের জন্য।
পাট শিল্প থেকে কারুপণ্য রংপুর লিমিটেড এবং টাইলস খাত থেকে এক্স সিরামিকস মনোনীত হয়েছে। কসমেটিকস খাত থেকে রিমার্ক এইচবি লিমিটেড এবং স্কয়ার টয়লেটরিজ মনোনীত হয়েছে। ওষুধ শিল্প থেকে এফকেএফ ফার্মাসিউটিক্যালস এ তালিকায় রয়েছে।
শিপ ব্রেকিং খাত থেকে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ এবং কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড মনোনীত হয়েছে, এবং শিপ বিল্ডিং খাত থেকে খুলনা শিপইয়ার্ড মনোনীত হয়েছে।
স্টিল শিল্প থেকে বিএসআরএম স্টিলস এবং সিমেন্ট শিল্প থেকে সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে।
পরিবেশবান্ধব শিল্পায়ন, কার্বন নিঃসরণ হ্রাস ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
আগামী মঙ্গলবার (২৪ জুন) সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিল্প খাতের নেতারা উপস্থিত থাকবেন।