রাজধানীতে পুলিশের অভিযান পরিচালনাকালে মাদক কারবারিদের গুলি, দুই ডিবি সদস্য আহত

রাজধানীতে অভিযান পরিচালনা করার সময় মাদক কারবারিদের গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন।
বুধবার (১৮ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন: লালবাগ ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।
পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করতে যায়। এ সময় তারা মাদক কারবারিদের একটি গাড়ির গতিরোধ করলে সঙ্গে থাকা অস্ত্র দিয়ে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশের দুইজন সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক০ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় একটি কারসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আলম বলেন, ডিবি পুলিশের গুলিবিদ্ধ দুই সদস্যকে রাতে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে এএসআই আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।