ডিসেম্বরে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে তাদের দল রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।
আজ সোমবার (৯ জুন) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমাদের এই নির্বাচন আন্দোলন চলমান। এটি ঈদ, বর্ষা বা সময়ের সঙ্গে জড়িত নয়। আমরা ১৭ বছর ধরে এই দাবি জানিয়ে আসছি। এবার এর একটা শেষ দেখতে চাই।'
তিনি আরও বলেন, 'আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। তাই যতদিন পর্যন্ত সেই নির্বাচন না হয়, ততদিন আমরা এই দাবি জানিয়ে যাব।'
কী ধরনের কর্মসূচি নেওয়া হবে—এ প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, আন্দোলনের ধরন রাজপথেই নির্ধারিত হবে।
তিনি সরকারের এপ্রিল মাসে নির্বাচন আয়োজনের উদ্যোগের সমালোচনা করে বলেন, ওই সময় রমজান ও বৈরী আবহাওয়ার কারণে নির্বাচন উপযোগী নয়।
'মানুষের মধ্যে এখন আস্থার সংকট তৈরি হয়েছে। তারা আশঙ্কা করছে, আবহাওয়া ও রমজানের অজুহাতে নির্বাচন আবার পেছানো হতে পারে। জনগণ কি এই সরকারের ওপর আস্থা রাখতে পারে?' — প্রশ্ন তোলেন গয়েশ্বর।
তিনি বলেন, 'সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের সদিচ্ছা প্রমাণ করতে হবে।'
তিনি আরও বলেন, 'এটা শুধু বিএনপির দাবি নয়, জনগণের দাবি। বিএনপি জনগণের পক্ষ থেকে কথা বলছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি এখন জনগণের সেন্টিমেন্ট।'
'নির্বাচন চাওয়াটা অন্যায় নয়,'—এ কথা জানিয়ে গয়েশ্বর বলেন, 'ডিসেম্বরের পরিবর্তে সরকার যদি নভেম্বরে নির্বাচন করে, তাতে তাদের মানহানি হয় না-কি?'
তিনি বলেন, 'ডিসেম্বরে নির্বাচন হলে কী সমস্যা? সরকার কেন সেটা ব্যাখ্যা দিচ্ছে না?'
গয়েশ্বর অভিযোগ করে বলেন, 'গণতন্ত্রে উত্তরণের মূল এজেন্ডা হওয়া উচিত ছিল নির্বাচন। কিন্তু সরকার সেটিকে এড়িয়ে অপ্রাসঙ্গিক ও অবাস্তব বিষয় নিয়ে বিতর্ক তৈরি করছে।'