নাফিজ সরাফাতের আরও সম্পত্তি জব্দের আদেশ আদালতের

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, তার স্ত্রী আনজুমান আরা শহীদ ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের আরও কিছু ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (২০ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আবেদন মঞ্জুর করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের আদেশ অনুযায়ী নাফিজ সরাফাতের নামে থাকা ছয়টি ফ্ল্যাট, আরেকটি ফ্ল্যাটের অর্ধেক মালিকানা, দুটি বাড়ি (এর মধ্যে একটি ২০ তলা ভবন) এবং আটটি প্লট জব্দ করা হবে।
আনজুমান আরা শহীদের নামে থাকা পাঁচটি ফ্ল্যাট ও তিনটি প্লট এবং রাহিব সাফওয়ান সরাফাতের নামে থাকা সাতটি ফ্ল্যাটও জব্দের আওতায় পড়বে। এসব সম্পত্তি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে অবস্থিত।
এর আগে, ২০২৫ সালের ৭ জানুয়ারি আদালত চৌধুরী নাফিজ সরাফাত, আনজুমান আরা শহীদ ও চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের মালিকানাধীন ১৮টি ফ্ল্যাটসহ বিভিন্ন সম্পত্তি জব্দের আদেশ দেন।
পরে, ২২ জানুয়ারি দুবাইয়ের দ্য সিগনেচার ও ড্যামাক হিলস এলাকার দুটি ফ্ল্যাটও জব্দের নির্দেশ দেন আদালত। ওই ফ্ল্যাট দুটি চৌধুরী নাফিজ সরাফাতের মালিকানাধীন বলে জানা গেছে।