‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে টাকা-ফ্ল্যাট নেওয়া কর্মকর্তারা দুদকের নজরদারিতে

শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' লিখে আর্থিক সুবিধাভোগী সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনকে গোয়েন্দা নরজদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
এসময় আক্তার হোসেন বলেন, 'অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদন দুদকের নজরে এসেছে। দুদক এই বিষয়ে কাজ করছে।'
তিনি বলেন, 'ইতোমধ্যেই অভিযোগের বিষয়ে দুদকের গোয়েন্দা কার্যক্রম চলছে। গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী কার্যক্রম চালানো হবে। শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।'