ফারাক্কা বাঁধে বরেন্দ্র অঞ্চল ‘কারবালায়’ পরিণত হয়েছে: উপদেষ্টা ফরিদা আখতার

ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারত বাংলাদেশের জীবন-জীবিকা, নদী-নালা, মৎস্য ও জীববৈচিত্র্য ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, 'ফারাক্কা বাঁধ দিয়ে ভারত আমাদের বরেন্দ্র অঞ্চলকে কারবালায় পরিণত করেছে। এই অন্যায় আমরা মেনে নেব না। আমরা আমাদের ন্যায্য হিস্যা আদায় করব।'
শুক্রবার (১৬ মে) ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ফরিদা আখতার বলেন, 'ভারত পদ্মা নদীর ওপর ফারাক্কা বাঁধ দিয়ে পানি বন্ধ করে আমাদের ওপর যে দীর্ঘদিনের অন্যায় করে এসেছে, তার প্রতিবাদ আমরা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানিয়েছি।'
'ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে আমরা ভারতের ওপর চাপ সৃষ্টি করব। প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হব,' বলেন তিনি।
বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার আয়োজন করে ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তি উদযাপন কমিটি।
এর আগে একটি র্যালি রাজশাহী কলেজ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও নদী গবেষক মোহাম্মদ এজাজ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীবসহ অনেকে।
সভায় সভাপতিত্ব করেন নদী গবেষক মাহবুব সিদ্দিকী।
১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী পানির ন্যায্য হিস্যার দাবিতে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের নেতৃত্ব দেন।
দেশের পরিবেশ, প্রতিবেশ, মানুষ ও নদী রক্ষায় গড়ে ওঠা সেই আন্দোলনের স্মরণেই প্রতিবছর আয়োজন করা হয় এই দিনটির।