দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ছাড়াল ৪১ ডিগ্রি সেলসিয়াস

তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। টানা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিরিক্ত গরমে সড়কে মানুষের উপস্থিতি কমে গেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ।
শুক্রবার (৯ মে) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ২৪ শতাংশ। এক দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলায় মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ শুরু হয়েছে। শুক্রবারের ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।'
তিনি আরও বলেন, 'গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই তাপমাত্রা বেড়ে চলেছে। বৃষ্টি না হলে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, বরং আরও বাড়তে পারে।'
চুয়াডাঙ্গার জীবননগর আন্দুলবাড়িয়া গ্রামের রহিম জানান, সকালে ভাড়ার উদ্দেশ্যে বের হলেও প্রচণ্ড গরমে সড়কে লোকজন কম। ভাড়াও কম, পেটের দায়ে বাইরে বের হয়েছি। গরিবের আবার গরম আছে! বেশি গরম লাগলে গাছের নিচে বসে একটু জিরিয়ে নিই।'
দর্শনা এলাকার স্কুলশিক্ষক নজরুল ইসলাম বলেন, 'কয়েক দিন ধরে চুয়াডাঙ্গায় বৃষ্টি হচ্ছে না। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। স্বাভাবিক চলাফেরা করতেও কষ্ট হচ্ছে। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছি না।'
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মাহাবুবুর রহমান মিলন জানান, গরমে শিশুরা ঘেমে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শিশুদের ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে।
এই তাপপ্রবাহ কবে নাগাদ কমবে, তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।