ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যার ঘটনায় আটক ৩

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—খুলনার তেরখাদা উপজেলার বিল দুরিয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে আল কামাল শেখ ওরফে কামাল (১৯), ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর (বালুর পুকুরপাড়া) গ্রামের লাল মিয়ার ছেলে আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যোগাদহ গ্রামের সুলাইমান শেখের ছেলে আল আমিন সানি (১৯)।
মামলার তদন্ত কর্মকর্তা একেএম মইন উদ্দিন টিবিএসকে বলেন, "গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা এতে জড়িত ছিলেন বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি দৃশ্যমান।"
এর আগে, শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে নিহত হন একই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ।
এ ঘটনায় শনিবার পারভেজের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে রাজধানীর বনানী থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।