চট্টগ্রামে কোতোয়ালি থানার কাছে 'ছিনতাইকারীর' ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) শেষ রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, ছিনতাইয়ের উদ্দেশে এই হামলা চালানো হয়েছে।
নিহত যুবকের নাম ইসমাইল হোসেন (৩৩)। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। তবে তিনি চট্টগ্রাম শহরে কোথায় থাকতেন বা কী করতেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাত ২টার দিকে জেলা পরিষদ মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে।
ঘটনাস্থল কোতোয়ালি থানা থেকে আধা কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত।
টহল পুলিশের সদস্যরা রক্তাক্ত ও ছুরিকাঘাতপ্রাপ্ত অবস্থায় ওই যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তদন্তকারীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা ইসমাইলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
