সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৯ কোটি ১৭ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গেছে। এছাড়া দানবাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।
কর্তৃপক্ষ বলছে, এর আগে দানবাক্সে কখনোই এত টাকা পাওয়া যায়নি।
আজ শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে মসজিদের ১১টি লোহার দানবাক্স খোলা হয়। চার মাস ১২ দিন পর খোলা দানবাক্সগুলো থেকে পাওয়া টাকাগুলো ২৮টি বস্তায় ভরে মসজিদের দোতলায় গণনার জন্য নেওয়া হয়।
টাকা গণনার কাজে অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মাচারীরা।
গণনা শেষে সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান সাংবাদিকদের বলেন, আশা করেছিলাম টাকা পাওয়ার ক্ষেত্রে এবার অতীতের সব রেকর্ড ভেঙে যাবে। গণনা শেষে সেটিই হয়েছে। দানের অর্থ পাগলা মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।
মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, বর্তমানে মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৭৬ টাকা জমা রয়েছে। সর্বশেষ গত বছরের ৩০ নভেম্বর পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে রেকর্ড পরিমাণ ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গিয়েছিল। তখন কিছু বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।