বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষ মুমিনুলের

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে উড়ছে গাজী গ্রুপ চট্টগ্রাম। প্রথম মাচে বেক্সিমকো ঢাকাকে ৯ উইকেটে হারানো চট্টগ্রাম পরের ম্যাচেও শাসন করেছে। দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনাকে একই ব্যবধানে হারিয়েছে তারা। সব মিলিয়ে মধুর সময়ই কাটছিল চট্টগ্রামের। এমন সময়ে দুঃসংবাদ এলো, চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলটির অন্যতম ব্যাটিং ভরসা মুমিনুল হক।
শনিবার জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এক্সরে করানোর পর তার আঙুলে চিড় ধরা পড়েছে। এই চোটের কারণে টুর্নামেন্টে খেলা হবে না মুমিনুলের। বিষয়টি মুমিনুল নিজেই দ্য বিজনেসজ স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
চোট নিয়ে ব্যাটিং করলেও পরদিন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর শরণাপন্ন হন মুমিনুল। দেবাশীষ চৌধুরী তাকে জানিয়েছেন, তিন সপ্তাহের আগে মাঠে নামার কোনো সুযোগ নেই। খুলনার ইনিংসের শেষ ওভারে (১৮তম ওভার) বোলিং করছিলেন মুস্তাফিজ। এ সময় ফিল্ডিং করতে গিয়ে চোট পান মুমিনুল।
বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যান বলেন, 'ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়েছি। ইনিংসের ১৮তম ওভারে ছিল ওটা। ইতোমধ্যে এক্সরে করিয়েছি, চিড় ধরা পড়েছে। দেবাশীষ দাদাও দেখেছেন। উনি বলেছেন তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আগামীকাল ডাক্তার দেখাব। যতটুকু মনে হচ্ছে টুর্নামেন্ট শেষ।'
মুমিনুলের ব্যাপারে সোমবার অ্যাপোলোর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবে বিসিবি। এ বিষয়ে দেবাশীষ চৌধুরী বলেন, 'আমরা আজ ওর আঙুলে এক্সরে করিয়েছি। ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় আছে। আমরা কাল অ্যাপোলেতে একজন ডাক্তারের সাথে এ নিয়ে কথা বলব। কথা বলে ওর ব্যাপারে সিদ্ধান্ত নিব। এই টুর্নামেন্টে সে খেলতে পারবে না, এটা নিশ্চিত। তিন-চার সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে।'