ব্রুস স্প্রিংস্টিনের ‘অপ্রকাশিত’ ৭ অ্যালবাম প্রকাশের ঘোষণা

ব্রুস স্প্রিংস্টিনের ভক্তদের অপেক্ষার অবসান হতে চলেছে। রক সঙ্গীতের এই কিংবদন্তি শিল্পী তার আর্কাইভ থেকে সাতটি অপ্রকাশিত অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন, যা তার শ্রোতারা আগে কখনও শোনেনি। খবর বিবিসি'র।
১৯৮৩ থেকে ২০১৮ সালের মধ্যে রেকর্ড করা এই গানগুলো স্প্রিংস্টিনের দীর্ঘ সঙ্গীত জীবনের বিভিন্ন অজানা অধ্যায়ের সাক্ষ্য বহন করছে।
সনি মিউজিক জানিয়েছে, এই অ্যালবামগুলো শিল্পীর সৃজনশীল কর্ম পদ্ধতি এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে নতুন দিক তুলে ধরবে। এর মধ্যে রয়েছে তার কালজয়ী অ্যালবাম 'বর্ন ইন দ্য ইউএসএ' তৈরির সময়কার সেশন টেপ এবং ১৯৯০ দশকের শুরুতে ড্রাম লুপ ও সিনথেসাইজার নিয়ে পরীক্ষামূলক কাজ।
স্প্রিংস্টিন বলেন, 'আমি বছরের পর বছর এই গানগুলো নিজে শুনেছি এবং কাছের মানুষদের শুনিয়েছি। এখন সবাই এগুলো শুনতে পারবে বলে আমি আনন্দিত।'
'ট্র্যাকস টু: দ্য লস্ট অ্যালবামস' শিরোনামে সাতটি সিডি বা নয়টি ভিনাইল ডিস্কের বক্স সেটে এই অ্যালবামটি প্রকাশিত হবে। এই প্রকল্পটি এর আগের 'ট্র্যাকস' সংগ্রহ থেকে আলাদা, যা মূলত স্প্রিংস্টিনের কর্মজীবনের প্রথম ২৫ বছরের বিভিন্ন সময়ের অপ্রকাশিত গান ও বি-সাইড সংকলন নিয়ে সাজানো হয়েছে।
নতুন এই বক্স সেটে মোট ৮৩টি গান থাকবে, যার মধ্যে ৭৪টি গান একেবারেই নতুন।
অপ্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে 'ফেইথলেস' নামে একটি পরীক্ষামূলক কাজ। এটি মূলত একটি অপ্রকাশিত চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক হিসেবে তৈরি করা হয়েছিল।
এছাড়াও রয়েছে ১৯৯৫ সালের মে মাসে রেকর্ড করা 'সামওয়্যার নর্থ অব ন্যাশভিল' এবং ২০১৮ সালে 'ওয়েস্টার্ন স্টার্স'-এর সময়ে লেখা ও রেকর্ড করা অর্কেস্ট্রা পপ অ্যালবাম 'টোয়াইলাইট আওয়ার্স'। 'ইনিও' অ্যালবামে লাতিন আমেরিকান ধাঁচের কিছু গানও (যেমন, দ্য অ্যাজটেক ডান্স) স্থান পেয়েছে অ্যালবামটিতে।
সংগ্রহে থাকা 'পারফেক্ট ওয়ার্ল্ড' অ্যালবাম থেকে 'রেইন ইন দ্য রিভার' গানটি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এই গানটিতে স্প্রিংস্টিনের ব্যাকিং ব্যান্ড 'ই স্ট্রিট ব্যান্ডের' প্রভাব লক্ষণীয়।
স্প্রিংস্টিনের ইউরোপ সফরের ঠিক এক মাস আগে এই ঘোষণা এলো। এই সফরে তিনি ম্যানচেস্টার, লিভারপুল, মার্সেই, বার্লিন এবং প্রাগ শহরে পারফর্ম করবেন।
৭৫ বছর বয়সী এই শিল্পী সম্প্রতি জানিয়েছেন, তিনি যতদিন সম্ভব লাইভ পারফরম্যান্স চালিয়ে যেতে চান। যদিও তার স্ত্রী প্যাটি স্কিয়ালফার বিরল এক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি ট্যুরের পরিমাণ কমিয়ে দিয়েছেন।
স্প্রিংস্টিনের এই অপ্রকাশিত কাজগুলো প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় কোভিড-১৯ মহামারীর সময়, যখন লকডাউনের কারণে তিনি তার আর্কাইভের সমস্ত উপাদান পর্যালোচনা ও সম্পাদনা করার সময় পেয়েছিলেন।
ভক্তরা দীর্ঘদিন ধরে জানতেন যে স্প্রিংস্টিনের কাছে অসংখ্য অপ্রকাশিত কাজ রয়েছে। অবশেষে সেগুলো প্রকাশের সময় এসেছে।