‘স্বজনপ্রীতিদুষ্ট ও রাজনৈতিক স্বার্থান্বেষী’: বৈশাখ ১৪৩২ উদযাপন প্রত্যাখ্যান চারুকলার ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা এ বছরের পহেলা বৈশাখ উদযাপনকে 'রাজনৈতিক স্বার্থান্বেষী' ও 'স্বজনপ্রীতিদুষ্ট' আখ্যা দিয়ে উদযাপন প্রত্যাখ্যান করেছেন।
'আমরা, চারুকলা অনুষদের শিক্ষার্থীরা, স্বজনপ্রীতিদুষ্ট ও দেশের পরিবর্তনকালীন সময়ে রাজনৈতিক স্বার্থান্বেষী এবারের পহেলা বৈশাখ উদযাপন এবং এর আয়োজক কমিটিকে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি,' বুধবার (২৬ মার্চ) চারুকলা অনুষদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ২৬তম ব্যাচের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানিয়েছেন, এ বছরের নববর্ষ 'বৈশাখ ১৪৩২' উদযাপনের পরিকল্পনা প্রণয়নের সময় তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি।
প্রতি বছর চারুকলার শিক্ষার্থী ও অনুষদ সদস্যদের যৌথ প্রচেষ্টায় পহেলা বৈশাখ উদযাপন করা হয়। কিন্তু এ বছর শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া শুধু শিক্ষকদের উদ্যোগে উদযাপনের পরিকল্পনা করা হয়েছে, যা আমাদের বিশ্বাস ও ধারণার পরিপন্থী — বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পহেলা বৈশাখ উদযাপনে জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাঈদের কাঠামো অন্তর্ভুক্তির বিষয়ে শিক্ষার্থীরা বলেছেন, তাদের এ বিষয়ে জানানো হয়নি এবং সোশ্যাল মিডিয়ায় যে সমালোচনা হচ্ছে, তার দায়ভার তারা নেবেন না।
পহেলা বৈশাখ উদযাপনে আবু সাঈদের কাঠামো রাখার সিদ্ধান্তের সঙ্গে চারুকলার শিক্ষার্থীরা সম্পৃক্ত বা অবগত ছিল না। এর পুরো দায় আয়োজক ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা শিক্ষকদের ওপর বর্তায় — বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে।