ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যাকাণ্ড: অভিযুক্ত শিক্ষার্থীদের ৬ মাসের জন্য বহিষ্কার

গণপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় জড়িত ৮ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ আগামীকাল বুধবার অভিযুক্তদের ৬ মাসের জন্য বহিষ্কারের মেয়াদ শেষ হচ্ছে।
গতকাল সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ৩টায় সিন্ডিকেট সভা শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শামীম মোল্লা হত্যার ঘটনায় আগে সাময়িক বহিষ্কৃতদের ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় নতুন করে আরো একজন শাস্তির আওতায় আসতে পারে। এর পাশাপাশি মামলার দণ্ডবিধি কেন ৩০৪ এর বদলে ৩০২ করা হলো এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়।
তিনি আরও জানান, বহিষ্কৃত শিক্ষার্থীদের আগের সিন্ডিকেট সভাতেই (গত বছরের ১৯ সেপ্টেম্বর) সাময়িক বহিষ্কার করা হয়। তখন থেকে ৬ মাস হিসাব করলে আগামীকাল (১৯ মার্চ) তাদের বিরুদ্ধে করা ৬ মাসের বহিষ্কারাদেশ শেষ হবে।
এই ঘটনায় বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী রাজু হাসান রাজন, একই বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী রাজু আহমেদ, ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো: মাহমুদুল হাসান রায়হান, ইতিহাস বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের আহমেদ, ইংরেজি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী হামিদুল্লাহ সালমান , ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী মো: আতিকুজ্জামান আতিক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭ তম শিক্ষার্থী সোহাগ মিয়া ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী আহসান লাবিব।
উল্লেখ্য, ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার সম্পৃক্ততা জেরে গত বছরের ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেইট (প্রান্তিক গেইট) এলাকায় একদল শিক্ষার্থী শামীম মোল্লাকে গণপিটুনি দেয়। পরে তাকে নিরাপত্তা শাখায় নিয়ে আসা হলে সেখানে দফা দফায় মারধরের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হলে সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ৮ শিক্ষার্থীকে অভিযুক্ত করে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতবছরের ২০ সেপ্টেম্বর এই ৮ জনের নাম উল্লেখ করে আরও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা রেখে ৩০২ ধারায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে মামলার আসামি আতিকুজ্জামান আতিক ও মো. মাহমুদুল হাসান রায়হানকে আটক করে পুলিশ। এদের মধ্যে আতিক জামিনে মুক্তি পায় এবং রায়হান এখনো জেলে আছে।