কর সুবিধা দিয়ে শেয়ারবাজারের প্রতি মানুষের আস্থা ফেরানো যাবে না: এনবিআর চেয়ারম্যান

শেয়ারবাজারের প্রতি সাধারণ মানুষের আস্থা নেই এবং কর সুবিধা (ট্যাক্স বেনিফিট) দিয়ে এই আস্থা ফেরানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
আজ (১৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে শেয়ারবাজারের স্টেকহোল্ডারদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, 'বাজারে দুর্বল কোম্পানির তালিকাভুক্তি এই আস্থাহীনতার মূল কারণ। সাধারণ বিনিয়োগকারীরা এসব দুর্বল কোম্পানিতে বিনিয়োগ করে পুঁজি হারিয়েছেন।'
আবদুর রহমান খান আরও বলেন, ভালো কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হবে। 'এটা না হওয়া পর্যন্ত কোনো ট্যাক্স বেনিফিট দিয়ে কাজ হবে না।'
'এখন পর্যন্ত অনেক ট্যাক্স বেনিফিট দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি,' বলেন তিনি।
বরং স্টেকহোল্ডারদের শেয়ারবাজারে সুশাসন ও আস্থা ফেরাতে কাজ করার তাগিদ দেন তিনি।