যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করবো, যাতে বাড়তি শুল্ক আরোপে তারা দ্বিধায় ভোগে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্র যাতে বাংলাদেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করতে দ্বিধায় ভোগে, সেজন্য দেশটি থেকে তুলা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ সোমবার (১৭ মার্চ) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ কটন জিনার্স অ্যাসোসিয়েশন থেকে যৌথভাবে আয়োজিত 'বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাংলাদেশে তুলা চাষের সম্ভাবনা ও গুরুত্ব' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ট্রাম্প সরকার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর শুল্কারোপ করছে। বাংলাদেশ অবশ্য আগে থেকেই শুল্ক দিয়ে রপ্তানি করছে। যদিও বাংলাদেশের ওপর এখনও বাড়তি শুল্ক আরোপ করেনি, তবু একটা সংশয় থেকেই যায়। এ পরিস্থিতিতে আমরা যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে তৈরি পোশাক রপ্তানি করবো, যাতে বাড়তি শুল্ক আরোপ করতে তারা দ্বিধা-দ্বন্দ্বে ভোগে।'
দেশে তুলা উৎপাদন বাড়াতে তুলাকে দ্রুত কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তুলা চাষে ভর্তুকি দেওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তুলা চাষ বাড়াতে আগামী তিন মাসের মধ্যে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
এছাড়া, অভ্যন্তরীণভাবে উৎপাদিত তুলার ওপর বিদ্যমান ৪ শতাংশ অগ্রিম আয়কর দ্রুত প্রত্যাহার করতে কর্মশালায় উপস্থিত থাকা এনবিআর মেম্বার মো. মোয়াজ্জেম হোসেনকে নির্দেশনা দেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, '২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন হওয়ার সিদ্ধান্ত অনেক আগের। তারপরও আমাদের ব্যবসায়ীরা কোন প্রস্তুতি না নিয়ে এখনও তারা গ্রাজুয়েশন পেছানোর দাবি করছে। কিন্তু আমিও এটি পেছানোর পক্ষে নই।'
তিনি বলেন, 'এলডিসি গ্রাজুয়েশনের পর ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশে তিন বছর শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। আমার ধারণা, আমাদের ব্যবসায়ীরা ওই তিন বছরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমি বিশ্বাস করি, তারা ওই সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন।'
ইউরোপীয় ইউনিয়নে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য যা যা করা দরকার তা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, 'জিএসপি প্লাস পাওয়ার জন্য ইইউ কিছু শর্ত দিয়েছে। আমরা সেগুলো পরিপালন করবো।'
সভায় এনবিআরের সদস্য (কাস্টমস, এক্সপোর্ট এবং আইটি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, 'বিভিন্নখাতের ব্যবসায়ীদের বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। আমরা মনে করি, তুলা আমদানির জন্য বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা চালুর মধ্য দিয়ে আমরা এটা শুরু করতে পারি।'
এছাড়া, স্থানীয়ভাবে উৎপাদিত তুলার ওপর এআইটি প্রত্যাহার করতে এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রস্তাব তুলে ধরবেন বলে জানান তিনি।