খুনি হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'যতদিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি, ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে'।
মঙ্গলবার সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, নিহতদের লাশ কোথায় রয়েছে, তা এখনো জানা যায়নি। স্বজনরা নিখোঁজদের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন। হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে অন্য কোনো প্রসঙ্গ তোলা উচিত নয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের সময় যে দমন–পীড়ন চালানো হয়েছে, তার দ্রুত বিচার চাই। ন্যায়বিচার নিশ্চিত করা গেলে নিহত ও আহতদের পরিবারের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এ বিচার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
তিনি আরও বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন এবং প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা সম্ভব। জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হলে নতুন কাঠামোর ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব হবে।
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেছে। বিচার নিশ্চিত করা না গেলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করতে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এনসিপির নেতারা।