বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে।
এটি পরবর্তী ৪৮ ঘণ্টায় তামিলনাড়ু-শ্রীলঙ্কা উপকূলে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার রাত ১২টার দিকে প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে, তবে কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।
এই সময়ে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে, আগামী পাঁচদিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমে যেতে পারে বলে জানানো হয়েছে।