পর্বতারোহী রেশমাকে চাপা দেওয়া মাইক্রোবাস জব্দ, চালক গ্রেপ্তার

পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চালককে। ওই দুর্ঘটনায় প্রাণ হারান রেশমা।
রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর থেকে সোমবার রাতে চালক নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন শেরে বাংলানগর থানার সাব ইন্সপেক্টর মুবারক আলী। তিনিই মামলাটির তদন্ত কর্মকর্তা।
মুবারক আলী জানান, দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে যাত্রী ছিল।

এর আগে, ৭ আগস্ট ঢাকার জাতীয় সংসদের কাছে, লেক রোডে সাইকেল চালানোর সময় রেশমাকে ওই মাইক্রোবাস ধাক্কা দেয়। পথচারীরা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার চালক নাঈমকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন সাব ইন্সপেক্টর মুবারক আলী।