বঙ্গবন্ধু টানেল প্রকল্পের বৈদ্যুতিক তার চুরি, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তের অ্যাপ্রোচ সড়কের বৈদ্যুতিক কাজে ব্যবহৃত আড়াই হাজার মিটার তার চুরির ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন প্রকল্পের চীনা ব্যবস্থাপক সান জিয়াঙিন। এতে অর্ধকোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়।
পুলিশ জানিয়েছে, মাটির নিচে ম্যানহোল দিয়ে বৈদ্যুতিক সংযোগের তার চুরির বিষয়টি গত ১৮ নভেম্বর শনাক্ত করতে পারে প্রকল্প সংশ্লিষ্টরা। এরপর মামলা করে ২৫ নভেম্বর। গত ২৬ ও ২৭ নভেম্বর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর এলাকার মোহাম্মদ শফির পুত্র মোহাম্মদ ইলিয়াছ এবং বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের ঠান্ডা মিয়ার বাড়ির আবদুল খালেকের পুত্র ও স্থানীয় ভাঙারি দোকানি আবদুল গফুর। ইলিয়াছ তারগুলো চুরি করে এনে গফুরের কাছে বিক্রি করেছিল বলে জানিয়েছে পুলিশ।
কর্ণফুলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ওই অ্যাপ্রোচ সড়কের ল্যাম্পপোস্টের জন্য বৈদ্যুতিক সংযোগের প্রায় আড়াই হাজার মিটার তার মাটির নিচে দিয়ে ম্যানহোলের মাধ্যমে স্থাপন করা ছিল। মাঝখানের বিভিন্ন অংশের তার কেটে নিয়ে গেছে চোর চক্র।
তিনি আরো বলেন, 'প্রায় ২০-৩০ পিস তারের খন্ড অংশ একটি ভাঙারি দোকান থেকে উদ্ধার করা হয়েছে। এ চক্রে ৬-৭ জন আছে। আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। তাদের কারাগারে প্রেরণ করেছেন আদালত। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।'