Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
January 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JANUARY 17, 2026
ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বিশ্বের প্রথম বহুজাতিক করপোরেশন গড়ে তুলেছিল

আন্তর্জাতিক

দ্য ডন
14 January, 2026, 09:05 pm
Last modified: 14 January, 2026, 10:06 pm

Related News

  • ইরানের সঙ্গে ব্যবসা করলেই আরোপ হতে পারে মার্কিন শুল্ক: যেসব দেশ আছে ঝুঁকির মুখে
  • জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব থেকে বাংলাদেশ যেভাবে লাভবান হবে
  • খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে অর্থনৈতিক সংস্কারের শক্ত ভিত্তি রচিত হয়েছিল
  • লাভজনক হলে ভারত রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে: ক্রেমলিন
  • বন্দর বিদেশিদের দিলে ৯০ শতাংশ শ্রমিক বেকার হবে: শ্রমিক নেতাদের আশঙ্কা

ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বিশ্বের প্রথম বহুজাতিক করপোরেশন গড়ে তুলেছিল

১৭ শতকে হুগলি-চুঁচুড়ায় ডাচ বাণিজ্যকেন্দ্রটি বাংলায় ভিওসির ঘাঁটি হিসেবে গড়ে ওঠে। এখানে কয়েক ডজন ডাচ কর্মকর্তা এবং শতাধিক স্থানীয় কর্মী কাজ করতেন।
দ্য ডন
14 January, 2026, 09:05 pm
Last modified: 14 January, 2026, 10:06 pm

ভিওসি বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতাকাবাহী জাহাজের বহর। ছবি: দ্য ডন

১৬০২ সালের মার্চ মাসের কোনো এক দিনে ডাচ রিপাবলিক বাণিজ্যসংক্রান্ত একটি সমস্যার সমাধান খুঁজতে রাষ্ট্রীয় কৌশলের আশ্রয় নেয়। ওই সময় ইউরোপ ও বিশ্বজুড়ে চরম চাহিদাসম্পন্ন একটি পণ্য ছিল মশলা, যার উৎসই ছিল এশিয়া, বিশেষত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। কিন্তু, এই মশলা কিনতে ডাচ ব্যবসায়ীরা একে অন্যের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করে বাড়তি দাম দিত। ফলে নিজ দেশে নেওয়ার মতো মুনাফা কমছিল তাদের। একই সময়ে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ চলছিল ডাচ রিপাবলিকের, এতে বৈদেশিক বাণিজ্য আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একইসঙ্গে এই বাণিজ্য জাতীয় নিরাপত্তার প্রশ্নের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়ে।

এর সমাধান হিসেবে গড়ে ওঠে ভেরেনিগডে ওস্ট-ইন্ডিশে কোম্পানি বা ভিওসি—একটি একক চার্টারপ্রাপ্ত প্রতিষ্ঠান, যাকে কেপ অব গুড হোপের পূর্বদিকে ডাচ বাণিজ্যের একচেটিয়া অধিকার দেওয়া হয়। শুধু তাই নয়, এই বাণিজ্য রক্ষার দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়। পরবর্তী দুই শতকে ভিওসি দক্ষিণ আফ্রিকা থেকে ভারত মহাসাগর পেরিয়ে জাপান পর্যন্ত দুর্গ, কারখানা ও বসতির বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলে। একই সঙ্গে তারা এমন কিছু কাঠামো সৃষ্টি করে, যা আজও বিস্ময়করভাবে পরিচিত মনে হয়। যেমন কোম্পানির স্থায়ী শেয়ার মূলধন, লেনদেনযোগ্য শেয়ার, কেন্দ্রীয় বোর্ড, আঞ্চলিক চেম্বার, বিদেশে ব্যবস্থাপনার একাধিক স্তর ভিওসি বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই তৈরি।

এটা বিশ্বের প্রথম কর্পোরেট প্রশাসনিক সংস্কৃতি গড়ে তোলে, যেখানে দূরত্বকে কাগজপত্রের মাধ্যমে সমাধানযোগ্য সমস্যা হিসেবে দেখা হতো। এ কারণেই ভিওসিকে প্রায়ই বিশ্বের প্রথম বহুজাতিক করপোরেশন বলা হয়। তবে এই উত্থানের সঙ্গে জোরজবরদস্তি, দখলদারিত্ব, উপনিবেশ ও শোষণের মতো পুরোনো ও অন্ধকার ইতিহাসও জড়িয়ে আছে।

ডাচ বনাম ইংরেজ

'প্রথম' হওয়ার দাবিতে ভিওসির প্রতিদ্বন্দ্বীও আছে। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল আরও আগে, ১৬০০ সালে। তবে ইতিহাসবিদদের অনেকেই ডাচ প্রতিষ্ঠানটিকেই আধুনিক অর্থে প্রথম বহুজাতিক সংস্থা হিসেবে চিহ্নিত করেন। কারণ আগে যেখানে একক সমুদ্রযাত্রার বাণিজ্যিক উদ্যোগ ছিল—সেটি বহু দেশ ও অঞ্চলে সীমান্ত পেরিয়ে একটি স্থায়ী কেন্দ্রীভূত করপোরেশনে রূপ নিয়েছিল ভিওসি। আর এখানে পুঁজি জুগিয়েছিল বিস্তৃত শেয়ারহোল্ডার গোষ্ঠী।

১৬ শতকের শেষভাগে ডাচ ব্যবসায়ীরা নির্দিষ্ট সমুদ্রযাত্রাভিত্তিক অংশীদারিত্বের মাধ্যমে এশীয় বাণিজ্যে প্রবেশ করছিল। ১৬০২ সালের মধ্যে একের পর এক অভিযানে প্রমাণিত হয় যে এভাবে মুনাফা অর্জন সম্ভব, তবে ততদিনে ডাচ সিন্ডিকেটগুলোর পারস্পরিক প্রতিযোগিতা আত্মঘাতী হয়ে ওঠে। তখন ডাচ সরকার বিভিন্ন কোম্পানিকে একত্র করে একটি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পক্ষে অবস্থান নেয়, এবং ভিওসিকে বিশাল এক সামুদ্রিক অঞ্চলে ডাচ বাণিজ্যের ওপর ২১ বছরের একচেটিয়া লাইসেন্স দেয়, যা আবার নবায়নযোগ্যও ছিল। এর উদ্দেশ্য ছিল একইসঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক—বাণিজ্যপথ রক্ষা, প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেওয়া এবং স্বাধীনতা যুদ্ধেলিপ্ত নবীন ডাচ প্রজাতন্ত্রের অর্থায়নে সহায়তা করা।

এই একচেটিয়ার বাণিজ্যের মতোই গুরুত্বপূর্ণ ছিল এর কাঠামো। ভিওসি সাধারণ জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করে তা কোম্পানির ভেতরে স্থায়ীভাবে আটকে রাখার বন্দোবস্ত করে, ফলে পুঁজি আর নির্দিষ্ট কোনো অভিযানকেন্দ্রিক থাকে না। বিনিয়োগকারীরাও হস্তান্তরযোগ্য শেয়ার পান, যা আমস্টারডামকে একটি সিকিউরিটিজ লেনদেন কেন্দ্রে পরিণত করে। এখানে সবচেয়ে বড় পরিবর্তন ছিল ধারাবাহিকতা—যেখানে শেয়ারের মালিকানা বদলালেও কোম্পানির কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়।

সীমিত দায়বদ্ধতা

আধুনিক যুগের শুরুর দিকে বাণিজ্য ছিল ঝুঁকিপূর্ণ, আর বিনিয়োগকারীদের আশঙ্কার যথেষ্ট কারণ ছিল—একটি জাহাজডুবিই তাদের সর্বস্বান্ত করতে পারত। করপোরেট চর্চায় ভিওসির অন্যতম মৌলিক অবদান ছিল এমন একটি নীতিকে স্বাভাবিক করে তোলা, যা আজকের কোম্পানি আইনের ভিত্তি: শেয়ারহোল্ডারদের ঝুঁকি সীমাবদ্ধ থাকবে তাদের বিনিয়োগকৃত অর্থ পর্যন্তই। ফলে কোম্পানি নিজে কোনো একক অভিযানের ব্যর্থতা সত্ত্বেও টিকে থাকতে পারত, আবার ঋণ নিতে পারত, সম্পদ ধরে রাখতে পারত এবং বাণিজ্য চালিয়ে যেতে পারত।

এই আইনি ও আর্থিক নকশা আরও একটি পরিবর্তন ত্বরান্বিত করে, যা আজকের করপোরেট সংস্কৃতির সংজ্ঞা নির্ধারণ করে—মালিকানা ও নিয়ন্ত্রণের বিচ্ছেদ। শেয়ারহোল্ডাররা জাহাজে চড়ে সমুদ্রযাত্রা করতেন না কিংবা এশিয়ার বন্দরগুলোতে পণ্য নিয়ে দরকষাকষি করতেন না। তারা এর কর্তৃত্ব দিতেন কোম্পানির পরিচালক ও ব্যবস্থাপকদের হাতে, যারা আবার তা অর্পণ করতেন বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিনিধি, কেরানি, নাবিক ও সৈন্যদের কাছে। এই প্রতিনিধিত্বের শৃঙ্খল ভিওসিকে ব্যাপকতা দিয়েছিল, তবে একই সঙ্গে তৈরি করেছিল চিরাচরিত করপোরেট সমস্যা—দূরে অবস্থানরত ব্যবস্থাপকদের কীভাবে তদারক করা হবে এবং যা তারা নিজের চোখে দেখেন না, সে বিষয়ে বিনিয়োগকারীদের কীভাবে আশ্বস্ত করা হবে– তা নিয়ে।

বিদেশে, দূরত্বের সমস্যার সমাধান হিসেবে কোম্পানি বেছে নিয়েছিল আমলাতন্ত্রকে। চিঠিপত্র, প্রতিবেদন, হিসাব বই ও বিধিনিষেধের মাধ্যমে ছড়িয়ে থাকা বাণিজ্য ঘাঁটিগুলোকে এমনভাবে যুক্ত করা হয়েছিল, যেন তারা একটি একক সত্তা হিসেবে আচরণ করে। এটি ছিল কাগজপত্রনির্ভর করপোরেট শাসনব্যবস্থা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি বাণিজ্যিক সাম্রাজ্য টিকিয়ে রাখতে যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়।

আর ডাচ রিপাবলিকের ভেতরে ভিওসি ছয়টি বন্দরনগরীতে ছয়টি চেম্বারে সংগঠিত ছিল। সেখানকার প্রতিনিধিরা গঠন করতেন 'হেয়ারেন সেভেনটিন'—কেন্দ্রীয় বোর্ড, যা কৌশল নির্ধারণ করত এবং গুদাম, জাহাজ ও কর্মীবাহিনী নিয়ে বিস্তৃত সংগঠন তদারকির চেষ্টা করত। এই কাঠামো আজকের বহুজাতিক প্রতিষ্ঠানের মতোই—শক্তিশালী আঞ্চলিক অফিসের সঙ্গে কেন্দ্রীয় বোর্ড, যা পুঁজি বণ্টন, অগ্রাধিকার ও নীতি নির্ধারণ করে।

প্রথম আইপিও

ভিওসিকে প্রথম প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যারা বৃহৎ পরিসরে সর্বসাধারণের জন্য লেনদেনযোগ্য শেয়ার ইস্যু করেছিল—যা আধুনিক শেয়ারবাজারের কাঠামো গঠনে সহায়তা করে। তারা কেবল কয়েকজন ব্যবসায়ীকে একটি অভিযানের অর্থ জোগাতে বলেনি; বরং বিস্তৃত বিনিয়োগকারী গোষ্ঠীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে মালিকানাকে নগদায়নযোগ্যও করে তোলে।

এই তারল্যের বৈশিষ্ট্য কোম্পানি ও শেয়ারহোল্ডারদের সম্পর্ক বদলে দেয়। শেয়ার কেনাবেচা করা যেত, আর দামের ওঠানামা কোম্পানির উদ্যোগের ওপর বিনিয়োগকারীদের আস্থা, গুজব ও প্রত্যাশার প্রতিফলন হয়ে উঠত। আমস্টারডামের প্রাথমিক লেনদেনে এমন সব চর্চা দেখা যায়, যা আজও পরিচিত—জল্পনা, জটিল চুক্তি এবং বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে এগুলো সহায়ক নাকি অস্থিতিশীলতা সৃষ্টিকারী—এ নিয়ে বিতর্ক। আজকের মতোই, শেয়ারহোল্ডারের অস্তিত্ব মানেই নিয়ন্ত্রণ নয়, বরং মূল কোম্পানির ওপর চাপ সৃষ্টিই ছিল মুখ্য।

বিস্মৃত ছাপ

ভিওসির বৈশ্বিক নেটওয়ার্কের সবচেয়ে উল্লেখযোগ্য স্মৃতিচিহ্নগুলোর একটি নেদারল্যান্ডসে নয়, বরং বাংলায় অবস্থিত।

১৭ শতকে হুগলি-চুঁচুড়ায় ডাচ বাণিজ্যকেন্দ্রটি বাংলায় ভিওসির ঘাঁটি হিসেবে গড়ে ওঠে। এখানে কয়েক ডজন ডাচ কর্মকর্তা এবং শতাধিক স্থানীয় কর্মী কাজ করতেন। সিল্ক, বস্ত্র, আফিম ও সোরা—আজকের বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর সরবরাহশৃঙ্খল উপাদানের মতো পণ্য ছিল এখানকার মূল বাণিজ্যপণ্য। এর গুরুত্ব দুই কারণে। প্রথমত, এটি কোম্পানিটির বহুজাতিক চরিত্রকে স্পষ্ট করে তুলেছিল। বাংলা কোনো প্রান্তিক বাণিজ্য স্টেশন ছিল না; এটি ছিল করপোরেট ব্যবস্থার মধ্যে একটি নিয়ন্ত্রিত কেন্দ্র, যা ইউরোপীয় পুঁজিকে এশীয় উৎপাদন ও বৈশ্বিক বণ্টনের সঙ্গে যুক্ত করেছিল। 

ভিওসি এশিয়াকে একক বাজার হিসেবে দেখেনি; বরং আঞ্চলিক কেন্দ্রগুলোর একটি নেটওয়ার্ক পরিচালনা করেছিল, যেখানে প্রতিটি কেন্দ্রের নিজস্ব সংগ্রহ ভূমিকা ছিল এবং সেটাই তাদের বৃহত্তর করপোরেট লক্ষ্য অর্জনে অবদান রাখত।

দ্বিতীয়ত, এটি বিশ্বের প্রথম বহুজাতিক করপোরেশনকে বাংলার অর্থনৈতিক ইতিহাসের সঙ্গে যুক্ত করে। আমস্টারডামের রাইকসমিউজিয়ামে সংরক্ষিত একটি বিখ্যাত চিত্রকর্মে হুগলির ডাচ লজ দেখানো হয়েছে—যেখানে ভিওসিকে শুধু সামুদ্রিক ব্যবসায়ী নয়, বরং নিয়োগকর্তা, প্রশাসক ও সশস্ত্র উপস্থিতি হিসেবেও দেখা যায়। এটি ইউরোপীয় বাণিজ্যের মানবিক মূল্যও স্মরণ করিয়ে দেয়। জাদুঘরের তথ্যে উল্লেখ আছে, ১৭শ শতকে বাংলা ছিল সেইসব অঞ্চলের একটি, যেখানে ভিওসি ও তাদের কর্মীরা বিপুলসংখ্যক দাস কিনে ভারত মহাসাগরজুড়ে অবস্থিত কোম্পানির অন্যান্য ঘাঁটিতে পাঠাত।

আজকের করপোরেট সংস্কৃতির উত্তরাধিকার

ভিওসির প্রাথমিক সাফল্য তাকে চিরস্থায়ী করেনি। সময়ের সঙ্গে সঙ্গে এটি দখল করা এশীয় অঞ্চলগুলোর রাজনীতি ও ভূমির মালিকানার সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়ে। এই সময়েই কোম্পানির ব্যয় বাড়ে, প্রতিযোগিতা তীব্র হয়, দুর্নীতি ছড়িয়ে পড়ে এবং প্রতিরক্ষা ও প্রশাসনের বোঝা ভারী হয়ে ওঠে। ১৮শ শতকের শেষভাগে কোম্পানি বিপুল ঋণের ভারে নুয়ে পড়ে এবং ১৭৯৯ সালে এর চার্টার শেষ হলে সম্পদ ও দায় ডাচ রাষ্ট্রের অধীনে চলে যায়।

তবু আধুনিক করপোরেট সংস্কৃতির কাঠামোতে ভিওসির উত্তরাধিকার স্পষ্ট। আর তা এই ধারণাকেই স্বীকৃতি দেয় যে একটি কোম্পানি তার প্রতিষ্ঠাতাদের চেয়েও বড় হতে পারে। বিশেষত তেমন কোম্পানির যার মালিকানা ছড়িয়ে থাকে অসংখ্য বিনিয়োগকারীর মাঝে এবং ব্যবস্থাপনা পেশাদারদের হাতে ন্যস্ত থাকে। এটি বোর্ডরুমকে ক্ষমতার কেন্দ্রে রূপ দেয়, যেখানে আঞ্চলিক স্বার্থ, রাজনৈতিক চাপ ও শেয়ারহোল্ডার প্রত্যাশার ভারসাম্য রক্ষা করা হয়। এটি দেখিয়েছে কীভাবে মানসম্মত ব্র্যান্ডিং ও নথিপত্র একটি বিস্তৃত বাণিজ্য নেটওয়ার্ককে একক করপোরেট পরিচয়ে রূপ দিতে পারে। একই সঙ্গে এটি প্রকাশ করেছে, একচেটিয়া সুবিধা ও রাষ্ট্রের সমর্থন কীভাবে করপোরেট প্রবৃদ্ধি ত্বরান্বিত করে এবং দুর্বল তদারকি কীভাবে দুর্নীতির পথ খুলে দেয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভিওসি প্রমাণ করেছে যে একটি কোম্পানি বৈশ্বিক ব্যবস্থার মতো কাজ করতে পারে—এক দেশে পুঁজি সংগ্রহ, কেন্দ্রীয় বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ, আঞ্চলিক পরিচালনায় সংগ্রহ ও উৎপাদন, এবং একাধিক মহাদেশজুড়ে বিস্তৃত সরবরাহশৃঙ্খলে ঝুঁকি স্থানান্তর। আজও আমরা যে বহুজাতিক করপোরেশন চিনি, সেটিই তার রূপ।

তবে ভিওসির উত্তরাধিকারকে এর মুনাফা ধরে রাখার পদ্ধতি থেকে আলাদা করার উপায় নেই। প্রতিদ্বন্দ্বী উপনিবেশিক শক্তির যুগে একচেটিয়া আধিপত্য মানেই প্রায়শই জোরজবরদস্তি। বাদনা দ্বীপপুঞ্জে—যেখানে জায়ফল ও জায়ত্রীর ওপর নিয়ন্ত্রণ ছিল কোম্পানির প্রধান লক্ষ্য—সেখানে ১৬২১ সালে ইয়ান পিটারসজুন কোয়েনের নির্দেশে দখলের অভিযান চালানো হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস এটিকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে, যা বান্দানিজ সভ্যতাকে ধ্বংস করে এবং জায়ফল ও জায়ত্রী উৎপাদনের ওপর ভিওসির একচেটিয়া আধিপত্য নিশ্চিত করে।

ভুক্তভোগী অঞ্চলগুলোর জন্য এর মূল্য ছিল গভীর, এবং তা আকস্মিক নয়। যেসব উপাদানের সমন্বয়ে সীমিত দায়, প্রতিনিধিত্বমূলক কর্তৃত্ব ও একচেটিয়া বাণিজ্য শক্তি গড়ে তুলেছিল, সেগুলোই শোষণ, অস্বচ্ছতা ও সহিংসতাকেও সম্ভব করেছে। আধুনিক করপোরেট বিশ্ব ভিওসির পথপ্রদর্শিত কাঠামো উত্তরাধিকার হিসেবে পেয়েছে, এবং তার সঙ্গে পেয়েছে সেই কাঠামো ঘিরে থাকা নৈতিক বিতর্কও।

Related Topics

টপ নিউজ

ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি / ভিওসি / করপোরেট সংস্কৃতি / বাণিজ্য / উপনিবেশ / শোষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬
  • কোলাজ: টিবিএস
    ২০১৮-র ‘রাতের ভোট’ করতে ১০,০০০ কোটি টাকা চাঁদাবাজি করেন এস আলম ও সালমান এফ রহমান: পুলিশ প্রতিবেদন
  • ছবি: টিবিএস
    নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’-এর আত্মপ্রকাশ
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন শহীদ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি
  • চীনের হ্যাংঝুতে অবস্থিত ঝেজিয়াং ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটিকে হটিয়ে এখন গবেষণার উৎপাদনশীলতায় বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষে চীনা বিশ্ববিদ্যালয়, পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো
  • ছবি: ড্যাভিড প্যারোডি
    পাকিস্তানের ‘থান্ডার’ ফাইটার জেট কিনতে 'লাইন দিচ্ছে' বিভিন্ন দেশ; কী আছে এই যুদ্ধবিমানে?

Related News

  • ইরানের সঙ্গে ব্যবসা করলেই আরোপ হতে পারে মার্কিন শুল্ক: যেসব দেশ আছে ঝুঁকির মুখে
  • জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব থেকে বাংলাদেশ যেভাবে লাভবান হবে
  • খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে অর্থনৈতিক সংস্কারের শক্ত ভিত্তি রচিত হয়েছিল
  • লাভজনক হলে ভারত রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে: ক্রেমলিন
  • বন্দর বিদেশিদের দিলে ৯০ শতাংশ শ্রমিক বেকার হবে: শ্রমিক নেতাদের আশঙ্কা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

২০১৮-র ‘রাতের ভোট’ করতে ১০,০০০ কোটি টাকা চাঁদাবাজি করেন এস আলম ও সালমান এফ রহমান: পুলিশ প্রতিবেদন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’-এর আত্মপ্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন শহীদ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি

5
চীনের হ্যাংঝুতে অবস্থিত ঝেজিয়াং ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটিকে হটিয়ে এখন গবেষণার উৎপাদনশীলতায় বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষে চীনা বিশ্ববিদ্যালয়, পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো

6
ছবি: ড্যাভিড প্যারোডি
আন্তর্জাতিক

পাকিস্তানের ‘থান্ডার’ ফাইটার জেট কিনতে 'লাইন দিচ্ছে' বিভিন্ন দেশ; কী আছে এই যুদ্ধবিমানে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net