ইরানে আবার চালু হচ্ছে ইন্টারনেট, বিক্ষোভের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে
কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক বিশেষজ্ঞ মেহরান কামরাভা বলেছেন, সরকার ইন্টারনেট বন্ধ করেছিল মূলত রাজপথের তীব্র আন্দোলন ঠেকানোর জন্য।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে বলেছিলেন, খুব শিগগিরই ইন্টারনেট আবার চালু করা হবে।
কামরাভা আল জাজিরাকে বলেন, ইরান সরকার দেখাতে চায় দেশের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। তাই ইন্টারনেট আবার চালু করা হচ্ছে।
তিনি আরও বলেন, আরাগচি "নিজের মান-সম্মান হারাতে চান না"। তবে ইরান একসাথে অনেক দিক থেকে অস্থিরতা থামানোর চেষ্টা করছে।
তিনি বলেন, এটি তেহরানে সরকারের জন্য সবচেয়ে গুরুতর সংকটগুলোর একটি। সরকার এখন সংকট সামলানোর চেষ্টা করছে। তারা পরিস্থিতি শান্ত করতে চায়, দেখাতে চায় যে জনগণ তাদের সমর্থন করছে এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রকে সরাসরি ও পরোক্ষভাবে বার্তা দিতে চায় যে সরকার পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে এবং আলোচনায় আগ্রহী।
