ফারাওদের শবাধারে ট্রাম্প, কার্টুন পোস্ট করলেন খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিশিয়াল 'এক্স' অ্যাকাউন্ট-এ একটি কার্টুন পোস্ট করা হয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভেঙে পড়া একটি 'সারকোফাগাস' [প্রাচীন মিশরীয় কফিন] হিসেবে উপস্থাপন করা হয়েছে। সঙ্গে দেওয়া বার্তায় বলা হয়েছে, 'ইনিও ক্ষমতাচ্যুত হবেন।'
কার্টুনটিতে মার্কিন নেতাকে প্রাচীন মিশরীয় ধাঁচের একটি পাথরের কফিনের আদলে দেখানো হয়েছে। কফিনটি একটি সমাধিকক্ষের ভেতরে রাখা এবং এর গায়ে প্রাচীন মিশরীয় চিত্রলিপি বা হায়ারোগ্লিফিক্স আঁকা রয়েছে।
কফিনটির ওপর খোদাই করে যুক্তরাষ্ট্রের পতাকা ও 'গ্রেট সিল' বা সরকারি প্রতীক অঙ্কিত আছে। ছবিতে দেখা যায়, কফিনটি ফেটে যাচ্ছে এবং ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ছে। কার্টুনটির ওপর লেখা রয়েছে, 'ফেরাউনের মতো।'
কার্টুনটির সঙ্গে দেওয়া বার্তায় প্রাচীন মিশরের ফেরাউন এবং বাইবেলের 'বুক অফ জেনেসিস'-এ উল্লেখিত চরিত্র নমরুদের মতো ঐতিহাসিক ও কিংবদন্তি রাজাদের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। সেখানে সতর্ক করে বলা হয়েছে, 'তারা যখন অহংকারের চূড়ান্ত পর্যায়ে ছিলেন, তখনই তাদের পতন ঘটেছিল।'
এতে ইরানের পাহলভি রাজবংশের প্রথম ও দ্বিতীয় শাসক বা শাহ—রেজা খান এবং মোহাম্মদ রেজার কথাও উল্লেখ করা হয়েছে।
খামেনির অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়, 'এই ব্যক্তি, যিনি সেখানে অহংকার ও দম্ভ নিয়ে বসে আছেন এবং পুরো বিশ্বকে বিচার করছেন—তারও জেনে রাখা উচিত যে ফেরাউন, নমরুদ, রেজা খান, মোহাম্মদ রেজা এবং তাদের মতো বিশ্বের অত্যাচারী ও অহংকারী শাসকদের সাধারণত তখনই পতন হয়েছিল, যখন তারা অহংকারের চূড়ান্ত পর্যায়ে ছিলেন। একইভাবে ইনিও ক্ষমতাচ্যুত হবেন।'
