‘মাদুরো আমার নাচের ভঙ্গি নকল করতেন, অবশ্য মেলানিয়া আমার নাচ দেখতেই পারে না’: ট্রাম্প
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য অপমানটা যেন শেষই হচ্ছে না। সন্ত্রাসবাদ ও মাদক পাচারের অভিযোগ তো আছেই, এবার তার বিরুদ্ধে এক নতুন 'অপরাধের' কথা তুললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, মাদুরো তার নাচের ভঙ্গি নকল করেছেন!
গত মঙ্গলবার ওয়াশিংটনে রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সভায় ট্রাম্প বলেন, 'সে (মাদুরো) সেখানে দাঁড়িয়ে আমার নাচের ভঙ্গি নকল করার চেষ্টা করে।' ট্রাম্পের চিরচেনা নাচের ভঙ্গি—কোমর দুলিয়ে বিশেষ ঢঙে হাত নাড়ানো—মাদুরো অনুকরণ করছেন বলে অভিযোগ তোলেন তিনি।
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে আটক হওয়ার আগে সম্প্রতি জনসমক্ষে মাদুরোকে বেশ খোশমেজাজে নাচতে দেখা যায়। বিশেষ করে তার 'নো ওয়ার, ইয়েস পিস' স্লোগানের একটি টেকনো রিমিক্সের তালে তালে জনসভায় প্রায়ই নাচতেন তিনি।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর এই নাচ এবং কোনো কিছুকে তোয়াক্কা না করার ভাবভঙ্গি হোয়াইট হাউসকে ক্ষুব্ধ করেছিল। ট্রাম্পের সহযোগীরা মনে করছেন, এভাবে নেচে মাদুরো আসলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এবং তার পদত্যাগের দাবিকে উপহাস করছিলেন।
মাদুরোর রাজনৈতিক গুরু হুগো চাভেজও জনসভায় প্রায়ই নাচতেন। কিন্তু ট্রাম্পের দলের ধারণা, মাদুরো ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের ঢঙেই নাচছেন এবং যুক্তরাষ্ট্রকে বিদ্রূপ করছেন। মাদুরোর এই 'উদ্ধত' আচরণই তাকে আটকের সিদ্ধান্ত নিতে হোয়াইট হাউসকে প্রভাবিত করেছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার এক ঝটিকা অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। ওই অভিযানে অন্তত ডজনখানেক মানুষের মৃত্যু হয়। প্রেসিডেন্ট আটক হলেও ভেনেজুয়েলার সরকার এখনো বহাল রয়েছে।
ম্যানহাটনের ফেডারেল আদালতে নিকোলাস মাদুরোর হাজিরার পরদিনই ট্রাম্প এসব মন্তব্য করেন। বিশ্লেষকদের ধারণা, ভেনেজুয়েলার এই ক্ষমতাচ্যুত নেতাকে আরও বেশি অপদস্থ করতেই ট্রাম্প এমন বিদ্রূপাত্মক কথা বলছেন।
গত মঙ্গলবার ওয়াশিংটনের 'ট্রাম্প-কেনেডি সেন্টার'-এ বক্তব্য দেওয়ার সময় মাদুরোর বিরুদ্ধে আরও গুরুতর কিছু অভিযোগ তোলেন ট্রাম্প।
তিনি বলেন, 'সে (মাদুরো) একজন সহিংস মানুষ, সে লাখ লাখ মানুষকে হত্যা করেছে। কারাকাসের ঠিক মাঝখানে তাদের একটি টর্চার সেল (নির্যাতন কেন্দ্র) আছে, যা এখন বন্ধ করে দেওয়া হচ্ছে।' তবে এই অভিযোগের সপক্ষে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ দেননি মার্কিন প্রেসিডেন্ট।
বিভিন্ন নির্বাচনী জনসভায় ডিস্কো গান 'ওয়াইএমসিএ'-এর তালে ট্রাম্পের নাচ নিয়ে অনেক সমালোচনা ও হাসিঠাট্টা হলেও তার সমর্থকেরা এটি বেশ পছন্দ করেন। তবে ট্রাম্প জানান, তার স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার এই নাচ একদমই পছন্দ করেন না।
ট্রাম্পের ভাষায়, 'মেলানিয়া আমার নাচ ঘৃণা করেন। তিনি মনে করেন, একজন প্রেসিডেন্টের জন্য এমন নাচ মানানসই নয়। আমি তাকে বলি—ডার্লিং, সবাই চায় আমি নাচি।'
ফার্স্ট লেডি অবশ্য এর উত্তরে ট্রাম্পকে বলেছিলেন, 'কেউ তোমার নাচ পছন্দ করে না। ওরা শুধু তোমার সঙ্গে ভদ্রতা দেখাচ্ছে।'
মেলানিয়ার এই মন্তব্যের সঙ্গে অবশ্য একমত নন ট্রাম্প। তিনি বলেন, 'আমি নাচ শুরু করলে উপস্থিত সবাই পাগলের মতো হয়ে যায়। তারা চিৎকার করে বলে—প্লিজ, একটু নাচুন!'
