১৮০ কেজির নকল পাথরের আঘাত থেকে দর্শকদের বাঁচাতে গিয়ে আহত ডিজনি কর্মী
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে তখন টানটান উত্তেজনা। মঞ্চে চলছে বিখ্যাত সিনেমা 'ইন্ডিয়ানা জোনস'-এর সেই শ্বাসরুদ্ধকর দৃশ্যের প্রদর্শনী। চিত্রনাট্য অনুযায়ী, বিশাল এক পাথর গড়িয়ে আসার কথা। কিন্তু বিপত্তি ঘটল তখনই। ১৮০ কেজি ওজনের নকল পাথরটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দর্শকদের দিকে ছুটে আসতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো হাজির হলেন এক কর্মী। নিজের জীবন বাজি রেখে চলন্ত পাথরের সামনে ঝাঁপিয়ে পড়লেন তিনি। দর্শকদের বাঁচাতে পারলেও নিজে গুরুতর আহত হয়েছেন ওই কর্মী।
ফ্লোরিডার থিম পার্ক কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আহত কর্মী এখন সেরে উঠছেন। দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই কর্মীর সাহসিকতা নিয়ে প্রশংসার ঝড় উঠেছে।
ডিজনি ওয়ার্ল্ডের 'ইন্ডিয়ানা জোনস এপিক স্টান্ট স্পেকটাকুলার!' শো চলাকালে এই দুর্ঘটনা ঘটে। ১৯৮১ সালের সিনেমা 'রাইডার্স অব দ্য লস্ট আর্ক'-এর একটি বিখ্যাত দৃশ্য সেখানে সরাসরি করে দেখানো হচ্ছিল। সিনেমায় দেখা যায়, নায়ক হ্যারিসন ফোর্ড একটি বিশাল পাথরের হাত থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছেন। শো-টিতে মূলত এই দৃশ্যটিই মঞ্চস্থ করা হচ্ছিল।
ভিডিও ফুটেজে দেখা যায়, রাবারের তৈরি বিশাল পাথরটি তার নির্ধারিত ট্র্যাক বা লাইন থেকে ছিটকে গিয়ে দর্শকদের দিকে লাফিয়ে আসছিল। ঠিক তখনই এক সাহসি কর্মী পাথরটির গতিপথে দাঁড়িয়ে যান। তিনি পাথরটি থামানোর চেষ্টা করেন এবং প্রবল ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। ধাক্কা খাওয়ার পর তিনি আর তাৎক্ষণিকভাবে উঠে দাঁড়াতে পারেননি। অন্য কর্মীরা দ্রুত তার সাহায্যে ছুটে আসেন।
বুধবার ডিজনি এক বিবৃতিতে জানিয়েছে, 'আমরা আমাদের ওই কর্মীর পাশে আছি, তিনি এখন সুস্থ হয়ে উঠছেন। নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার। আমাদের নিরাপত্তা দল বিষয়টি খতিয়ে দেখছে এবং শো-এর ওই অংশটিতে পরিবর্তন আনা হবে।'
পার্কের একটি ব্লগের তথ্যমতে, রাবারের তৈরি হলেও ওই নকল পাথরটির ওজন প্রায় ৪০০ পাউন্ড বা ১৮০ কেজি।
ডিজনির মুখপাত্র সরাসরি পাথরের কথা উল্লেখ না করলেও বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে জানিয়েছেন যে, 'একটি প্রপ বা সাজসজ্জার উপকরণ তার নির্ধারিত ট্র্যাক থেকে সরে গিয়েছিল।'
পিপল ম্যাগাজিনকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ওই কর্মী দর্শকদের নিশ্চিত আঘাত থেকে 'বাঁচিয়েছেন'। তিনি বলেন, 'এটি ছিল এক অকল্পনীয় অভিজ্ঞতা, যা আমরা কখনোই ভুলব না।'
ঘটনার একটি ভিডিওতে ক্যামেরার পেছন থেকে একজনকে বলতে শোনা যায়, 'ওই লোকটা আক্ষরিক অর্থেই আমাদের জীবন বাঁচিয়েছে।'
