পড়াশোনায় সেরা দেশগুলোর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর
ওইসিডি'র আন্তর্জাতিক ছাত্র মূল্যায়ন কর্মসূচি (পিসা) ২০২২-এর ফলাফলের ভিত্তিতে বিশ্বে পড়াশোনায় সেরা দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় এশিয়ার শিক্ষাব্যবস্থা শীর্ষে অবস্থান করছে। আর সিঙ্গাপুর সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে।
পিসা পরীক্ষার মাধ্যমে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা কীভাবে বাস্তব জীবনে পাঠ্য দক্ষতা ব্যবহার করতে পারে তা মূল্যায়ন করা হয়। শিক্ষার্থীদের মাতৃভাষা বা প্রাথমিক শিক্ষার ভাষায় তাদের পাঠ্য বোঝা, ব্যাখ্যা এবং বিশ্লেষণের দক্ষতা পরীক্ষা করা হয়। সাধারণত শীর্ষ দেশগুলো ৫৫০–৫৬০ পয়েন্ট স্কোর করে, যেখানে ওইসিডি-এর গড় স্কোর ৪৭৬।
সিঙ্গাপুরের নেতৃত্ব
গড় ৫৪৩ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে। দেশটির শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সাক্ষরতা, শিক্ষক মান, এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য প্রাথমিক হস্তক্ষেপে জোর দেওয়া হয়। এছাড়া, সিঙ্গাপুর গণিত দক্ষতায়ও বিশ্বের শীর্ষে।
জাপান ও আয়ারল্যান্ড দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে, উভয়েরই স্কোর ৫১৬। এর পরে রয়েছে তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া (৫১৫), এস্তোনিয়া (৫১১), মাকাও (৫১০), কানাডা (৫০৭), যুক্তরাষ্ট্র (৫০৪) এবং নিউজিল্যান্ড (৫০১)।
পূর্ব এশিয়া ও উত্তর ইউরোপের দারুণ সাফল্য
পূর্ব এশিয়ার দেশগুলো শীর্ষে অবস্থান করছে। তাইওয়ান, কোরিয়া, মাকাও, হংকং ও জাপান প্রথম ১১-তে রয়েছে। এ দেশগুলোর শিক্ষা ব্যবস্থা কঠোর পাঠ্যক্রম, সক্রিয় অভিভাবক সহযোগিতা এবং জাতীয় শিক্ষাগত মানদণ্ড নিশ্চিত করার উপর জোর দেয়।
উত্তর ইউরোপের দেশ যেমন এস্তোনিয়া ও ফিনল্যান্ডও ভালো করেছে। এস্তোনিয়ার স্কোর ৫১১, যা তাদের ছোট জনসংখ্যার মধ্যেও বৈশ্বিকভাবে শীর্ষে রয়েছে।
ইংরেজি ভাষী দেশগুলোর অবস্থান
কানাডা, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যও তালিকার মাঝামাঝি অবস্থান করছে। এ গ্রুপের মধ্যে কানাডা ৫০৭ পয়েন্ট নিয়ে নেতৃত্ব দিচ্ছে।
এছাড়া, জার্মানি, ফ্রান্স, স্পেন ও ইতালি সহ বড় ইউরোপীয় অর্থনীতিগুলো ওইসিডি-এর গড়ের কাছাকাছি বা সামান্য ওপরে অবস্থান করছে।
