ডিজিটাল পাসপোর্ট কী এবং কীভাবে কাজ করে?
এই ছুটির মৌসুমে আমেরিকার বিমানবন্দরগুলোতে যখন উপচে পড়া ভিড় আর দীর্ঘ নিরাপত্তা লাইনের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, তখন ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের চেকিং ব্যবস্থায় এক নতুন পরিবর্তন আনতে চলেছে ডিজিটাল পাসপোর্ট।
গত ১২ নভেম্বর অ্যাপল ঘোষণা করেছে যে, এখন থেকে তাদের ফোনের ওয়ালেট অ্যাপে পাসপোর্ট যুক্ত করা যাবে। আমেরিকার ২৫০টি বিমানবন্দরে অভ্যন্তরীণ ভ্রমণের জন্য এই ডিজিটাল আইডি এখন থেকে পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য হবে। তবে আন্তর্জাতিক ভ্রমণের জন্য এটি ব্যবহার করা যাবে না এবং যাত্রীদের অবশ্যই তাদের আসল পাসপোর্ট সঙ্গে রাখতে হবে, কারণ ডিজিটাল পাসপোর্টে কোনো সমস্যা হলে সেটি চাওয়া হতে পারে।
অ্যাপলের আগে গত বছর অ্যান্ড্রয়েড ফোনের জন্য ডিজিটাল পাসপোর্ট চালু করেছিল গুগল। এছাড়া, অনেক রাজ্য এবং পুয়ের্তো রিকোও ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সের সংস্করণ চালু করেছে।
কীভাবে কাজ করে ডিজিটাল পাসপোর্ট?
গত বছর গুগল ঘোষণা করেছিল যে, অ্যান্ড্রয়েড ফোনে গুগল ওয়ালেটে এখন মার্কিন পাসপোর্ট যুক্ত করা যাবে। এই সপ্তাহে, অ্যাপলও একই পথে হেঁটেছে এবং তাদের অ্যাপল ওয়ালেটে ডিজিটাল পাসপোর্ট সংরক্ষণের সুবিধা চালু করেছে।
- অ্যাপলের ক্ষেত্রে: ব্যবহারকারীদের তাদের আসল পাসপোর্টের ছবির পাতা এবং নিরাপত্তা চিপটি স্ক্যান করতে হবে এবং তারপর একটি সেলফি তুলতে হবে। এরপর ব্যবহারকারীকে মাথা বিভিন্ন দিকে ঘোরানোর জন্য নির্দেশ দেওয়া হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই পাসপোর্টটি ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে।
- গুগলের ক্ষেত্রে: প্রক্রিয়াটি হলো পাসপোর্টের পেছনের নিরাপত্তা চিপটি স্ক্যান করা এবং পরিচয় যাচাই করার জন্য একটি সেলফি ভিডিও তোলা। এরপর কয়েক মিনিটের মধ্যেই পাসপোর্টটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়।
ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সের অবস্থা কী?
ডিজিটাল পাসপোর্ট হলো স্মার্টফোনে যুক্ত করা যায় এমন পরিচয়পত্রের সর্বশেষ সংস্করণ। কিছু রাজ্য ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স চালু করেছে। কিছু রাজ্য ফোনের 'ওয়ালেট'-এ সুবিধাটি দেওয়ার পরিবর্তে নিজস্ব অ্যাপ তৈরি করেছে।
অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, জর্জিয়া, হাওয়াই, আইওয়া, মেরিল্যান্ড, মন্টানা, নিউ মেক্সিকো, নর্থ ডাকোটা, ওহাইও এবং ওয়েস্ট ভার্জিনিয়া—এই ১২টি রাজ্য এবং পুয়ের্তো রিকো তাদের ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল সংস্করণ অ্যাপল ওয়ালেট অ্যাপে রাখার অনুমতি দিয়েছে। এর মধ্যে অন্তত আটটি রাজ্য গুগল ওয়ালেটেও এই সুবিধা দেয়। কিছু রাজ্য, যেমন অ্যারিজোনা, কলোরাডো, জর্জিয়া, আইওয়া, মেরিল্যান্ড এবং ওয়েস্ট ভার্জিনিয়া তাদের আইডি স্যামসাং ওয়ালেটেও রাখার সুযোগ দেয়।
অন্যান্য রাজ্যগুলো আরও সতর্ক পথে হেঁটেছে এবং ডিজিটাল স্টেট আইডির জন্য নিজস্ব ফোন অ্যাপ্লিকেশন তৈরি করেছে। আরকানসাস, লুইজিয়ানা, নিউ ইয়র্ক, ইউটা এবং ভার্জিনিয়া সবাই নিজস্ব অ্যাপ তৈরি করেছে।
ডিজিটাল পাসপোর্ট কি 'রিয়েল আইডি' হিসেবে কাজ করবে?
মার্কিন পাসপোর্ট স্বয়ংক্রিয়ভাবে 'রিয়েল আইডি' হিসেবে বিবেচিত হয়, এবং অ্যাপল ও গুগল ওয়ালেট অ্যাপে থাকা ডিজিটাল সংস্করণগুলোও এর ব্যতিক্রম নয়।
কোনো ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স 'রিয়েল আইডি' হিসেবে কাজ করবে কিনা তা নির্ভর করে সংশ্লিষ্ট রাজ্যের ওপর এবং তারা ডিজিটাল আইডিকে ফেডারেল ব্যবহারের জন্য আবেদন করেছে কিনা তার ওপর। আবারও মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স বা ডিজিটাল পাসপোর্ট নিয়ে ভ্রমণের পরিকল্পনা থাকলে, যাত্রীদের ব্যাকআপ হিসেবে অবশ্যই একটি আসল 'রিয়েল আইডি' বা পাসপোর্ট সঙ্গে রাখতে হবে।
গোপনীয়তা নিয়ে কি কোনো উদ্বেগ আছে?
যদিও এই উদ্ভাবনগুলো ভ্রমণকে আরও মসৃণ করতে সাহায্য করতে পারে, কিছু গোপনীয়তা বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেছেন।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের সিনিয়র পলিসি অ্যানালিস্ট এবং প্রযুক্তি-সম্পর্কিত গোপনীয়তা বিশেষজ্ঞ জে স্ট্যানলি বলেন, যদিও এই প্রযুক্তিকে আসল আইডি ডকুমেন্টের চেয়ে বেশি সুবিধাজনক হিসেবে দেখানো হচ্ছে, তাঁর উদ্বেগ হলো এটি একটি ডিজিটাল পরিচয় তৈরি করছে যা অনলাইনে আরও সহজে ট্র্যাক করা যাবে। তিনি বলেন, বর্তমান গোপনীয়তার মান এই নতুন প্রযুক্তিগুলোর জন্য অপর্যাপ্ত এবং তিনি আশঙ্কা করছেন যে মানুষকে ভবিষ্যতে পরিচয়পত্রের জন্য আরও বেশি চাপের মুখে পড়তে হবে। যেমন, অনেক ওয়েবসাইটে এখন জন্ম তারিখ দেওয়ার পরিবর্তে আইডি স্ক্যান করতে বলা হতে পারে।
ভ্রমণের বিষয়ে মিস্টার স্ট্যানলি বলেন, যাত্রীদের পরিচয় রক্ষার লড়াইয়ে গোপনীয়তা আইনজীবীরা অনেকটাই 'হেরে গেছেন', কারণ বায়োমেট্রিকের মতো উন্নত নিরাপত্তা ব্যবস্থা যাত্রীদের ট্র্যাক করার জন্য ব্যবহার করা হচ্ছে। তবে ট্রেন ও বাসের মতো যেসব ভ্রমণে আগে পরিচয়পত্রের প্রয়োজন হতো না, সেখানেও ডিজিটাল আইডির কারণে পরিচয় দেখানোর চাহিদা বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, ডিজিটাল পরিচয়পত্র 'সবার জন্য একটি ভার্চুয়াল অ্যাঙ্কেল মনিটরের মতো হয়ে উঠতে পারে।'
