অভ্যুত্থান 'ছিনতাইয়ের' আশঙ্কা: প্রধানমন্ত্রী নিয়োগে ক্ষুব্ধ মাদাগাস্কারের জেন-জি রা
মাদাগাস্কারের জেন-জি আন্দোলনের কারণে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ক্ষমতাচ্যুত হয়েছিলেন। এখন আন্দোলনকারীরা দেশের নতুন শাসকের নিযুক্ত প্রধানমন্ত্রীর প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
গত সপ্তাহে কর্নেল মাইকেল রান্দ্রিয়ানারিনা একটি অভ্যুত্থানের নেতৃত্ব দেন এবং শুক্রবার রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন।
সোমবার, তিনি ব্যবসায়ী হেরিনৎসালামা রাজাওনারিভালোকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু ফেসবুকের এক বিবৃতিতে মাদাগাস্কারের তরুণগোষ্ঠী বা 'জেন-জি মাদা' জানিয়েছে, এই নিয়োগটি 'অস্বচ্ছ' এবং 'কোনো রকম আলোচনা ছাড়াই' করা হয়েছে।
জেন-জি মাদা আরও বলেছে যে, এই সিদ্ধান্তটি সেই 'কাঠামোগত পরিবর্তনের পরিপন্থী' যা এই আন্দোলন চেয়েছিল।
পূর্ববর্তী সরকারের সাথে তার সংযোগের কথা উল্লেখ করে দলটি জানতে চেয়েছে, কীভাবে রাজাওনারিভালোকে নির্বাচিত করা হলো।
"আমাদের বিপ্লব ছিনতাই হতে দেব না। মালাগাসি যুবসমাজ জেগে আছে এবং সংঘবদ্ধ হচ্ছে," জেন-জি মাদার পক্ষ থেকে বলা হয়।
প্রায় এক মাস আগে মাদাগাস্কারে ঘন ঘন জল এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিক্ষোভ শুরু হয়েছিল।
তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন সমাজের অন্যান্য অংশকেও আলোড়িত করে এবং রাজনৈতিক পরিবর্তনের বৃহত্তর দাবিতে রূপান্তরিত হয়।
রাজোয়েলিনার আলোচনার আহ্বান বিক্ষোভ থামাতে ব্যর্থ হয় এবং প্রেসিডেন্ট আত্মগোপনে চলে যান। ব্যাপকভাবে খবর ছড়িয়ে পড়ে যে তিনি বিদেশে পালিয়ে গেছেন।
এক সপ্তাহ আগে, দেশের অভিজাত সেনা ইউনিট ক্যাপস্যাট-এর প্রধান কর্নেল রান্দ্রিয়ানারিনা হস্তক্ষেপ করেন এবং সামরিক বাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেন।
১৭ই অক্টোবর বেসামরিক পোশাকে শপথ নেওয়ার পর তিনি রাস্তায় নামা তরুণদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, "পরিবর্তনের আকাঙ্ক্ষায় উজ্জীবিত এক জনগণের সাথে... আমরা আমাদের জাতির জীবনে আনন্দের সাথে একটি নতুন অধ্যায় শুরু করছি।"
রাজাওনারিভালোর নিয়োগের ব্যাখ্যা না দেওয়া হলে বা তা বাতিল না করা হলে জেন জি মাদা ঠিক কী করবে তা জানায়নি, তবে দলটি স্পষ্ট করে দিয়েছে যে তারা নতুন প্রশাসনের কার্যকলাপের ওপর নজর রাখবে।
জেন জি মাদার বিবৃতিতে শেষে বলা হয়েছে, "আমরা অতীতের ব্যর্থ পদ্ধতিগুলোকে নতুন রূপে চলতে দেব না।"
