নেপালে জেন-জি বিক্ষোভ: স্বরাষ্ট্রমন্ত্রীর পর আরও এক মন্ত্রীর পদত্যাগ

চলমান জেন-জি আন্দোলনের জেরে নেপালের আরও এক মন্ত্রী পদত্যাগ করেছেন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের পর কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী রমনাথ অধিকারী আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। জেন-জি বিক্ষোভ দমনে সরকারের 'স্বৈরাচারি মনোভাব ও সরকারি শক্তি প্রয়োগ'কে তার ইস্তফার কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারি দমননীতির প্রতিবাদে নেপালে চলছে জেন-জি জেনারেশন বা তরুণ প্রজন্মের আন্দোলন-বিক্ষোভ, জারি করা হয়েছে কারফিউও। সোমবার জেন-জি বিক্ষোভে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগে শুধু কাঠমান্ডুতেই কমপক্ষে ১৭ জন নিহত হন। ইটাহারিতে নিহত হয়েছেন আরও দুজন। গুরুতর আহত হয়েছেন অন্তত ৪০০ বিক্ষোভকারী।
পদত্যাগপত্রে অধিকারী বলেন, নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ এবং গণতন্ত্রকে প্রশ্ন করার অধিকারকে স্বীকার না করে রাষ্ট্র সহিংসতা, হত্যাকাণ্ড এবং দমননীতির পথ বেছে নিয়েছে। তিনি আরও বলেন, যেসব সহিংস কর্মকাণ্ডের সঙ্গে সরকার যুক্ত হয়েছে, তার মধ্যে থাকা তার পক্ষে সম্ভব নয়, বিশেষ করে এমন প্রজন্মের বিরুদ্ধে যারা দেশের উন্নয়নে সহযোগী হওয়ার চেষ্টা করছে।
এর আগে সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও পদত্যাগ করেন। তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে তার পদত্যাগপত্র জমা দেন।
নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা প্রধানমন্ত্রীকে আহ্বান জানান, জেন-জি বিক্ষোভে নিহত ১৯ জন প্রতিবাদকারীর জন্য নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করুন। তিনি বলেন, 'নির্দোষ যুবকদের হত্যা অনভিপ্রেত ও অপ্রয়োজনীয়। নেপালি কংগ্রেস এই পরিস্থিতিতে আর কোনও অংশীদার হতে পারবে না।'
থাপা আরও জানান, পার্টি সভায় তিনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন যাতে দায়িত্বপ্রাপ্তরা দায় নিতে বাধ্য হন।